মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যশোরে আবদুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপশহর এলাকার ৬ নম্বর সেক্টরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক ও আটক হোসেন উভয়েই ওই এলাকার জাফর আলী বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া। নিহত আবদুর রাজ্জাকের ছেলে সামিউল ইসলাম রাজন বলেন, তার ছোট বোনের ছবি ও ফোনালাপ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল একই বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক হোসেন। একই হুমকি দিয়ে গত ১৫ দিন ধরে হোসেন তার কথামতো চলার জন্য তার বোনকে উত্ত্যক্ত করছিল। তার বোন বিষয়টি তার বাবা-মাকে জানালে গতকাল সকালে হোসেনের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হোসেন তার বাবার বুকে লাথি মারে। এ সময় তার বাবা পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং তার মুখ থেকে ফেনা বের হতে থাকে। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান। কিন্তু পরে পুলিশ বাড়ি থেকে আবারও মরদেহ হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবদুর রাজ্জাক নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। কী কারণে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্তের পর জানা যাবে। যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, অডিও রেকর্ড নিয়ে বিরোধের জের ধরে গোলযোগের এক পর্যায়ে হোসেনের লাথিতে আবদুর রাজ্জাকের মৃত্যু হয় বলে তারা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। এ ঘটনায় হোসেনকে আটক করা হয়েছে। মৃতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
শিরোনাম
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে লাথি মেরে হত্যা
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর