মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যশোরে আবদুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপশহর এলাকার ৬ নম্বর সেক্টরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক ও আটক হোসেন উভয়েই ওই এলাকার জাফর আলী বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া। নিহত আবদুর রাজ্জাকের ছেলে সামিউল ইসলাম রাজন বলেন, তার ছোট বোনের ছবি ও ফোনালাপ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল একই বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক হোসেন। একই হুমকি দিয়ে গত ১৫ দিন ধরে হোসেন তার কথামতো চলার জন্য তার বোনকে উত্ত্যক্ত করছিল। তার বোন বিষয়টি তার বাবা-মাকে জানালে গতকাল সকালে হোসেনের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হোসেন তার বাবার বুকে লাথি মারে। এ সময় তার বাবা পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং তার মুখ থেকে ফেনা বের হতে থাকে। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান। কিন্তু পরে পুলিশ বাড়ি থেকে আবারও মরদেহ হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবদুর রাজ্জাক নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। কী কারণে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্তের পর জানা যাবে। যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, অডিও রেকর্ড নিয়ে বিরোধের জের ধরে গোলযোগের এক পর্যায়ে হোসেনের লাথিতে আবদুর রাজ্জাকের মৃত্যু হয় বলে তারা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। এ ঘটনায় হোসেনকে আটক করা হয়েছে। মৃতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম