মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যশোরে আবদুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপশহর এলাকার ৬ নম্বর সেক্টরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক ও আটক হোসেন উভয়েই ওই এলাকার জাফর আলী বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া। নিহত আবদুর রাজ্জাকের ছেলে সামিউল ইসলাম রাজন বলেন, তার ছোট বোনের ছবি ও ফোনালাপ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল একই বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক হোসেন। একই হুমকি দিয়ে গত ১৫ দিন ধরে হোসেন তার কথামতো চলার জন্য তার বোনকে উত্ত্যক্ত করছিল। তার বোন বিষয়টি তার বাবা-মাকে জানালে গতকাল সকালে হোসেনের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হোসেন তার বাবার বুকে লাথি মারে। এ সময় তার বাবা পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং তার মুখ থেকে ফেনা বের হতে থাকে। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান। কিন্তু পরে পুলিশ বাড়ি থেকে আবারও মরদেহ হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবদুর রাজ্জাক নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। কী কারণে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্তের পর জানা যাবে। যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, অডিও রেকর্ড নিয়ে বিরোধের জের ধরে গোলযোগের এক পর্যায়ে হোসেনের লাথিতে আবদুর রাজ্জাকের মৃত্যু হয় বলে তারা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। এ ঘটনায় হোসেনকে আটক করা হয়েছে। মৃতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
শিরোনাম
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ শিরোপা জিতলো মরক্কো
- ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরায়েলের দুই সেনা নিহত
- আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির মতবিনিময় আজ
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে লাথি মেরে হত্যা
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর