মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যশোরে আবদুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপশহর এলাকার ৬ নম্বর সেক্টরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক ও আটক হোসেন উভয়েই ওই এলাকার জাফর আলী বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া। নিহত আবদুর রাজ্জাকের ছেলে সামিউল ইসলাম রাজন বলেন, তার ছোট বোনের ছবি ও ফোনালাপ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল একই বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক হোসেন। একই হুমকি দিয়ে গত ১৫ দিন ধরে হোসেন তার কথামতো চলার জন্য তার বোনকে উত্ত্যক্ত করছিল। তার বোন বিষয়টি তার বাবা-মাকে জানালে গতকাল সকালে হোসেনের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হোসেন তার বাবার বুকে লাথি মারে। এ সময় তার বাবা পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং তার মুখ থেকে ফেনা বের হতে থাকে। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান। কিন্তু পরে পুলিশ বাড়ি থেকে আবারও মরদেহ হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবদুর রাজ্জাক নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। কী কারণে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্তের পর জানা যাবে। যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, অডিও রেকর্ড নিয়ে বিরোধের জের ধরে গোলযোগের এক পর্যায়ে হোসেনের লাথিতে আবদুর রাজ্জাকের মৃত্যু হয় বলে তারা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। এ ঘটনায় হোসেনকে আটক করা হয়েছে। মৃতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে লাথি মেরে হত্যা
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর