কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে হ্নীলা ইউপি দমদমিয়া আইয়ুবের জুড়াসংলগ্ন কেওড়া জঙ্গল থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ২-বিজিবি ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ রুবায়াৎ কবীর ও অপস অফিসার মো. রাহুল আসাদ। ২-বিজিবির অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হ্নীলা ইউপি দমদমিয়া আইয়ুবের জুড়া সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযানে গেলে ৩ জন ইয়াবা পাচারকারীকে মিয়ানমার লালদ্বীপ থেকে সাঁতরে এসে আইয়ুবের জুড়াসংলগ্ন খালে উঠতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। পাচারকারীরা টহল দলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সঙ্গে থাকা তিনটি বস্তা ফেলে কেওড়া বাগানের জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভিতর থেকে দুই লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৮০ লাখ টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্র্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তির উপস্থিতিতে ধ্বংস করা হবে।
শিরোনাম
- ফিলিপাইনে পর এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত