সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

সেই থাই সেনা গুলিতে নিহত

প্রতিদিন ডেস্ক

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা এবং ৫৭ জনকে আহত করা সেই সেনা কর্মকর্তা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সূত্র : রয়টার্স।

এই সেনা কর্মকর্তার নাম জাক্রাপান্থ থম্পা (৩২)। থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ এক বিবৃতিতে জানিয়েছেন, একটি জমি বিক্রির চুক্তি নিয়ে অসন্তোষ থেকে ওই সেনাসদস্য এ ঘটনা ঘটিয়েছেন। খবরে বলা হয়, রাজধানী ব্যাংককের আড়াইশ কিলোমিটার উত্তর-পূর্বের নাখন রাচসিমা (কোরাত নামেও পরিচিত) শহরের যে বিপণিবিতানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল সেখানেই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ওই অপরাধীকে হত্যা করে আট জিম্মিকে উদ্ধার করেছে। তাদের মধ্যে আহত কয়েকজনও আছেন। উল্লেখ্য, গত শনিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে প্রথমে একটি বাড়িতে হামলা চালিয়ে হত্যাযজ্ঞ শুরু করেছিল উন্মত্ত ওই সৈন্য। পুলিশের ভাষ্য অনুযায়ী, জাক্রাপান্থ থম্পা নামের ওই জুনিয়র অফিসার প্রথমে শহরের একটি বাড়িতে ঢুকে দুজনকে গুলি করে হত্যা করেন। এর পর তিনি যান সেনা ঘাঁটিতে, সেখানকার অস্ত্রাগার থেকে বন্দুক নিয়ে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালান। তার গুলির মুখে পড়েন পথচারী, বিপণিবিতানে কেনাকাটা করতে যাওয়া নারী-পুরুষ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ওই সেনা সদস্য সেনা ঘাঁটি থেকে বন্দুক ও গুলি নেওয়ার আগে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেন।

এরপর গাড়ি চালিয়ে শহরের কেন্দ্রস্থলের ওই বিপণিবিতানে যান।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর