শিরোনাম
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে কয়েকটি ভবন গুঁড়িয়ে দিল রাজউক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বারিধারা ও ভাটারায় কয়েকটি ভবন গুঁড়িয়ে দিয়েছে রাজউক। অনুমোদন ছাড়া কিংবা নকশা না মেনে ভবন নির্মাণ, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না রাখার অভিযোগে এই অভিযান চালায় সংস্থাটি। রাজউকের দাবি, কয়েকবার সতর্ক করার পরই এ পদক্ষেপ নিয়েছেন তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল দুপুর ১২টায় বারিধারার জে ব্লক ও ভাটারার মাদানি এভিনিউয়ে শুরু হয়  এই অভিযান। ভবন ভাঙার সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। সেখানে ভাঙা পড়েছে ভবনের অবৈধ অংশে গড়ে ওঠা বাটা ও এপেক্সের শোরুম। এ সময় ভবন মালিকরা অভিযোগ করেন, নোটিস না দিয়েই উচ্ছেদ করা হচ্ছে তাদের। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার জানান, আইন মেনে কয়েকবার নোটিস দেওয়া হয়েছে। এমনকি মৌখিকভাবেও কয়েকবার বলা হয়েছে। তবুও তারা নিয়ম মানছেন না। 

এখানে একটি রাস্তা আছে, রাস্তার জায়গাটি ছেড়ে না দেওয়া এবং আবাসিক ভবনে বাণিজ্যিক কাজ করার নানা অনিয়মের প্রেক্ষাপটে অভিযান চালানো হয় বলে জানায় রাজউকের পরিচালক মোকসেদুল আরেফিন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। রাজউক বলছে, ভাটারার মাদানি এভিনিউর একশ ফিট রাস্তার দেড় কিলোমিটারই বেদখল। নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এতে যানজটসহ প্রতিদিন নানা ভোগান্তির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। সড়ক হস্তান্তরে জটিলতার কারণে আইনি ব্যবস্থাও নিতে পারছে না ট্রাফিক।

সর্বশেষ খবর