সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
সেন্টমার্টিনে ট্রলারডুবি

মিলল আরেক মৃতদেহ, ছয় দিনে ১৯ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সৈকতে ভেসে আসা আরও এক মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বিকাল ৪টার দিকে সেন্টমার্টিনের পশ্চিম সৈকত (কোনারপাড়া) এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯ জনে। এর মধ্যে রয়েছেন ১৪ নারী, দুই পুরুষ ও তিন শিশু। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার  লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, বিকালে সেন্টমার্টিনের কোনারপাড়া নামক সি-বিচ এলাকা থেকে একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশে পচন ধরেছে। এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৮ জনের মৃতদহ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়। এ সময় ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর