বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
কর্ণফুলীতে নৌকাডুবি

চার দিন পর মিলল মা-ছেলের লাশ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ মা-ছেলের লাশ চার দিন পর মিলেছে। তারা হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের টুম্পা মজুমদার (৩০) ও তার শিশুপুত্র বিজয় মজুমদার (৫)। গতকাল সকালে রাঙ্গুনীয়ার সরবভাটা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় পাহাড়ে শোকের মাতম চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ টুম্পা মজুমদার ও তার শিশুপুত্র বিজয় মজুমদারের লাশ ভাসমান অবস্থায়  দেখতে পায় স্থাানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে। লাশ উদ্ধার করে প্রথমে রাঙ্গুনীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাঙ্গুনীয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভাসমান অবস্থায় লাশ দেখার পর পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছে।

 তবে শরীর বিকৃত হওয়ার কারণে তাদের চেনা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশ দুটি টুম্পা মজুমদার ও তার শিশুপুত্র বিজয় মজুমদারের। স্বজনরা এলে লাশ হস্তান্তর করা হবে। রাঙামাটি কাপ্তাই থানার তদন্ত কর্মকর্তা সফিউল আজম জানান, শুক্রবার চট্টগ্রাম থেকে ১৫০ জনের সনাতন ধর্মাবলম্বীর একটি দল কাপ্তাই শিলছড়ি মন্দির দর্শন করতে আসে। বাড়ি ফেরার পথে কাপ্তাই শিলছড়ি কয়লার ঘাট এলাকায় তাদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকা কর্ণফুলী নদীতে ডুবে যায়। এ ঘটনায় তিনজন পানিতে তলিয়ে যায়। একজনের লাশ উদ্ধার করা সম্ভব হলেও খোঁজ পাওয়া যায়নি টুম্পা মজুমদার ও তার শিশুপুত্র বিজয় মজুমদারকে।

সর্বশেষ খবর