বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মালয়েশিয়াগামী ৩১ রোহিঙ্গা উদ্ধার টেকনাফে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৩১ জন নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যা¤ন্ডেপর বাসিন্দা। এর মধ্যে মঙ্গলবার রাতে ১৭ জন এবং বুধবার ১৪ জনকে উদ্ধার করা হয়। টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বাহারছড়া শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী। এছাড়া বুধবার ভোরে ৭ জনকে উদ্ধার করা হয়। যার মধ্যে ১ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছে। অপরদিকে একই দিন উপজেলার হ্নীলা ইউনিয়নের মোছনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যা¤ন্ডেপ অভিযান চালিয়ে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উখিয়াসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যা¤প থেকে নারী-পুরুষদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে টেকনাফের মোছনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যা¤ন্ডেপ জড়ো করা হয়েছিল। এদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, রোহিঙ্গা শরণাথী শিবির থেকে উদ্ধার করা ৩১ নারী, পুরুষদের স্ব স্ব রোহিঙ্গা শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার ১৩৮ যাত্রী বহন করে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ২১ জন নিহত ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর