বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রিফাত হত্যার রায় শিগগিরই সাক্ষ্য জেরা শেষ

বরগুনা প্রতিনিধি

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে রায় হবে বলে আশাবাদী আইজীবীরা। গতকাল বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান ৭৭ জন সাক্ষীর মধ্যে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেন। এ সময় বিচারক আসামিদের সাক্ষ্য পরীক্ষা করার জন্য ১০ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। সাক্ষ্য গ্রহণ উপলক্ষে সকালে জেলা কারাগারে থাকা মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া আদালতে হাজির হন জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজী, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন। বরগুনার পিপি ভূবন চন্দ্র হাওলাদার বলেন, ১ জানুয়ারি       রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে এ মামলার ৭৭ জন সাক্ষীর মধ্যে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, দ্রুততম সময়ের মধ্যে এ মামলার রায় হবে বলে আমরা আশাবাদী। প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে হত্যা করে।

সর্বশেষ খবর