পাঠকদের কাছে সময়ের মূল্য অনেক বেশি। তার ভিতর দিয়েই তারা দেশ-বিদেশের সব খবর জানতে চান। এর জন্য যেখানে সময়ের অপচয় কম সেখানেই তাদের আকর্ষণ। ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিনের পাঠকপ্রিয়তার মূলে রয়েছে এই সূত্র। এক সাক্ষাৎকারে এখানকার এজেন্টরা বলেছেন, অল্প কথায় বেশি খবর থাকার কারণেই এ জেলায় এই সংবাদপত্রের প্রচার সংখ্যা শীর্ষে রয়েছে। পাঁচ উপজেলা নিয়ে ঠাকুরগাঁও জেলা। প্রত্যন্ত গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছে খুবই সমাদৃত বাংলাদেশ প্রতিদিন। এ বিষয়ে ঠাকুরগাঁও সদরে পত্রিকার প্রধান এজেন্ট নুর আলম বলেন, ঠাকুরগাঁয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন অত্যন্ত জনপ্রিয় পত্রিকা। এই পত্রিকা বেশি চলার কারণ- স্পষ্ট ছাপা, অনেক খবর থাকা, প্রথম পাতায় লিড নিউজ ভালো হওয়া এবং ভোরেই পত্রিকা পৌঁছে যাওয়া। পীরগঞ্জ উপজেলায় দৈনিক বাংলাদেশ
প্রতিদিন সবচেয়ে বেশি বিক্রি করেন হকার রানা। প্রতিদিন তিনি বিক্রি করেন ৪০০ কপি পত্রিকা। তার মতে, প্রথম পৃষ্ঠায় চমকপ্রদ খবরগুলো স্থান পাওয়ায় বাংলাদেশ প্রতিদিনের কাটতি বেশি। এখানকার পাঠকরা স্বাস্থ্য কলামগুলো মনোযোগ দিয়ে পড়েন। তিনি আরও জানান, আসার ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই বাংলাদেশ প্রতিদিন শেষ হয়ে যায়। জাতীয় পত্রিকা হিসেবে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এ উপজেলায় সবচেয়ে বেশি চলে। রাণীশংকৈল উপজেলার এজেন্ট হাবিব। তিনি এজেন্ট এবং পত্রিকা বিক্রেতা হিসেবে রয়েছেন। পত্রিকা বিক্রি হচ্ছে ৩৫০ কপি। বগুড়াতে প্রেস হওয়ার পর ভোরে পত্রিকা পাওয়ায় তিনি বেশ আরামমতো পত্রিকা বিক্রি করতে পারছেন। আগে বেলা ১২টার দিকে পত্রিকা পাওয়া যেত, কিন্তু এখন আর এ সমস্যা নেই। তিনি বলেন, অন্য পত্রিকার কাটতি কম হলেও বাংলাদেশ প্রতিদিনের কাটতি এখানে ঠিকই আছে। নূর নবী ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার পত্রিকার এজেন্ট এবং পত্রিকা বিক্রেতা। দীর্ঘদিন ধরে পত্রিকা বিক্রির সঙ্গে জড়িত। এই এজেন্ট বলেন, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাধে সবকিছু তৎক্ষণাৎ জানা যায়। কিন্তু এতে বাংলাদেশ প্রতিদিনের কদর এতটুকুও কমেনি। অন্য পত্রিকার চাহিদা কমলেও এই পত্রিকার সার্কুলেশন ঠিকই রয়েছে। হরিপুর উপজেলার এজেন্ট মঞ্জু। তিনি জানান, ছোট এই উপজেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। পত্রিকা পাওয়ার পর দুই ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে যায়। এ পত্রিকা বেশি চলার কারণ হলো, বস্তুনিষ্ঠ সংবাদ এবং সময়োপযুগী খবর। ফলে এর পাঠক প্রচুর।
শিরোনাম
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
অল্প কথায় বেশি খবরের জন্য বাংলাদেশ প্রতিদিন প্রচারের শীর্ষে
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর