পাঠকদের কাছে সময়ের মূল্য অনেক বেশি। তার ভিতর দিয়েই তারা দেশ-বিদেশের সব খবর জানতে চান। এর জন্য যেখানে সময়ের অপচয় কম সেখানেই তাদের আকর্ষণ। ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিনের পাঠকপ্রিয়তার মূলে রয়েছে এই সূত্র। এক সাক্ষাৎকারে এখানকার এজেন্টরা বলেছেন, অল্প কথায় বেশি খবর থাকার কারণেই এ জেলায় এই সংবাদপত্রের প্রচার সংখ্যা শীর্ষে রয়েছে। পাঁচ উপজেলা নিয়ে ঠাকুরগাঁও জেলা। প্রত্যন্ত গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছে খুবই সমাদৃত বাংলাদেশ প্রতিদিন। এ বিষয়ে ঠাকুরগাঁও সদরে পত্রিকার প্রধান এজেন্ট নুর আলম বলেন, ঠাকুরগাঁয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন অত্যন্ত জনপ্রিয় পত্রিকা। এই পত্রিকা বেশি চলার কারণ- স্পষ্ট ছাপা, অনেক খবর থাকা, প্রথম পাতায় লিড নিউজ ভালো হওয়া এবং ভোরেই পত্রিকা পৌঁছে যাওয়া। পীরগঞ্জ উপজেলায় দৈনিক বাংলাদেশ
প্রতিদিন সবচেয়ে বেশি বিক্রি করেন হকার রানা। প্রতিদিন তিনি বিক্রি করেন ৪০০ কপি পত্রিকা। তার মতে, প্রথম পৃষ্ঠায় চমকপ্রদ খবরগুলো স্থান পাওয়ায় বাংলাদেশ প্রতিদিনের কাটতি বেশি। এখানকার পাঠকরা স্বাস্থ্য কলামগুলো মনোযোগ দিয়ে পড়েন। তিনি আরও জানান, আসার ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই বাংলাদেশ প্রতিদিন শেষ হয়ে যায়। জাতীয় পত্রিকা হিসেবে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এ উপজেলায় সবচেয়ে বেশি চলে। রাণীশংকৈল উপজেলার এজেন্ট হাবিব। তিনি এজেন্ট এবং পত্রিকা বিক্রেতা হিসেবে রয়েছেন। পত্রিকা বিক্রি হচ্ছে ৩৫০ কপি। বগুড়াতে প্রেস হওয়ার পর ভোরে পত্রিকা পাওয়ায় তিনি বেশ আরামমতো পত্রিকা বিক্রি করতে পারছেন। আগে বেলা ১২টার দিকে পত্রিকা পাওয়া যেত, কিন্তু এখন আর এ সমস্যা নেই। তিনি বলেন, অন্য পত্রিকার কাটতি কম হলেও বাংলাদেশ প্রতিদিনের কাটতি এখানে ঠিকই আছে। নূর নবী ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার পত্রিকার এজেন্ট এবং পত্রিকা বিক্রেতা। দীর্ঘদিন ধরে পত্রিকা বিক্রির সঙ্গে জড়িত। এই এজেন্ট বলেন, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাধে সবকিছু তৎক্ষণাৎ জানা যায়। কিন্তু এতে বাংলাদেশ প্রতিদিনের কদর এতটুকুও কমেনি। অন্য পত্রিকার চাহিদা কমলেও এই পত্রিকার সার্কুলেশন ঠিকই রয়েছে। হরিপুর উপজেলার এজেন্ট মঞ্জু। তিনি জানান, ছোট এই উপজেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। পত্রিকা পাওয়ার পর দুই ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে যায়। এ পত্রিকা বেশি চলার কারণ হলো, বস্তুনিষ্ঠ সংবাদ এবং সময়োপযুগী খবর। ফলে এর পাঠক প্রচুর।
শিরোনাম
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
অল্প কথায় বেশি খবরের জন্য বাংলাদেশ প্রতিদিন প্রচারের শীর্ষে
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর