মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতন ও সাজা দেওয়ার ঘটনায় সেখানকার সাবেক ডিসি মোছা. সুলতানা পারভীনসহ অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সাংবাদিক আরিফের করা ওই এজাহারে কুড়িগ্রামের সাবেক ডিসি মোছা. সুলতানা পারভীনসহ ঘটনার সময় কর্মরত সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা, সিনিয়র সহকারী কমিশনার-রাজস্ব নাজিম উদ্দীন, সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি করা হয় বলে জানা গেছে। হাই কোর্ট সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ আদেশ বাস্তবায়ন করতে বলেছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে দেওয়া আরিফুলের দন্ড ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পাশাপাশি রুলনিশি জারি করেছে হাই কোর্ট। রুলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার পুরো প্রক্রিয়া কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে । আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। শুনানিতে সাংবাদিক আরিফও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ মার্চ মধ্যরাতে বাড়িতে তুলে নিয়ে মারধর করা হয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে। পরে আরিফুলের বাসায় আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে দাবি করা হয়। এরপর গভীর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ বছরের দন্ড দিয়ে আরিফুলকে কারাগারে পাঠায়।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
সাংবাদিক আরিফের সাজা স্থগিত
কুড়িগ্রামের সাবেক ডিসির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা গ্রহণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর