মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা
সাংবাদিক আরিফের সাজা স্থগিত

কুড়িগ্রামের সাবেক ডিসির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতন ও সাজা দেওয়ার ঘটনায় সেখানকার সাবেক ডিসি মোছা. সুলতানা পারভীনসহ অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সাংবাদিক আরিফের করা ওই এজাহারে কুড়িগ্রামের সাবেক ডিসি মোছা. সুলতানা পারভীনসহ ঘটনার সময় কর্মরত সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা, সিনিয়র সহকারী কমিশনার-রাজস্ব নাজিম উদ্দীন, সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি করা হয় বলে জানা গেছে। হাই কোর্ট সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ আদেশ বাস্তবায়ন করতে বলেছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে দেওয়া আরিফুলের দন্ড ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পাশাপাশি রুলনিশি জারি করেছে হাই কোর্ট। রুলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার পুরো প্রক্রিয়া কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে । আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। শুনানিতে সাংবাদিক আরিফও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ মার্চ মধ্যরাতে বাড়িতে তুলে নিয়ে মারধর করা হয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে। পরে আরিফুলের বাসায় আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে দাবি করা হয়। এরপর গভীর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ বছরের দন্ড দিয়ে আরিফুলকে কারাগারে পাঠায়।

সর্বশেষ খবর