আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতেই পাল্টে গেছে নগরীর চিত্র। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি চলাকালীন সময় গত কয়েকদিনে হঠাৎই রাস্তাঘাটে যানবাহন চলাচল বেড়ে যায়। অনেকেই সরকারের ঘরে থাকার নির্দেশনা মানছিলেন না। সামাজিক দূরত্ব বাড়ানোর জন্য সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সেনাবাহিনীও নামিয়েছে। তাতেও যেন কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব বাড়াতে এবং মানুষকে ঘরে থাকতে বাধ্য করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বুধবার কঠোর বার্তা দেয়। এরপরই পাল্টে যায় পরিস্থিতি। গতকাল সকাল থেকে রাজধানী ঢাকার রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, আগের দুই-তিন দিনের তুলনায় প্রাইভেট গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যানগাড়ি, মোটরসাইকেলসহ যানবাহন অপেক্ষাকৃত কম। সাধারণ মানুষের চলাচলও কমে গেছে। রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, মিরপুর, রোড, জাহাঙ্গীর গেট, বনানী, প্রগতী সরণির বিশ্বরোড মোড়সহ আরও বেশি কিছু এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় পুলিশ চেকপোস্টগুলোতে তল্লাশি চলছে। কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হয়ে এলে তাকে বাসার দিকেই ফিরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেক জায়গায় সেনা সদস্যরাও একইভাবে বিনা প্রয়োজনে বাসা-বাড়ির বাইরে আসা লোকজনকে ফিরিয়ে দিয়েছেন। তবে কেউ জরুরি প্রয়োজনে বের হলে তাকে আটকানো হয়নি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে ২৪ ও ২৫ তারিখ থেকে সবধরনের গণপরিবহণ চলাচলও বন্ধে করে দেয়া হয়। দেশবাসীকে নির্দেশনা দেয় ঘরে থাকার। সাধারণ মানুষ প্রথম দুই-তিন দিন এই নির্দেশনা মানলেও ২৯ মার্চ থেকে ধীরে ধীরে রাস্তায় বের হতে থাকেন। এই প্রেক্ষিতে গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় মানুষকে ঘরে রাখতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী কঠোর হবে। এমন ঘোষণা আসার পরই গতকাল চিত্র অনেকটা পাল্টে যায়।
শিরোনাম
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
পাল্টে গেছে রাজধানীর চিত্র
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর