আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতেই পাল্টে গেছে নগরীর চিত্র। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি চলাকালীন সময় গত কয়েকদিনে হঠাৎই রাস্তাঘাটে যানবাহন চলাচল বেড়ে যায়। অনেকেই সরকারের ঘরে থাকার নির্দেশনা মানছিলেন না। সামাজিক দূরত্ব বাড়ানোর জন্য সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সেনাবাহিনীও নামিয়েছে। তাতেও যেন কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব বাড়াতে এবং মানুষকে ঘরে থাকতে বাধ্য করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বুধবার কঠোর বার্তা দেয়। এরপরই পাল্টে যায় পরিস্থিতি। গতকাল সকাল থেকে রাজধানী ঢাকার রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, আগের দুই-তিন দিনের তুলনায় প্রাইভেট গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যানগাড়ি, মোটরসাইকেলসহ যানবাহন অপেক্ষাকৃত কম। সাধারণ মানুষের চলাচলও কমে গেছে। রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, মিরপুর, রোড, জাহাঙ্গীর গেট, বনানী, প্রগতী সরণির বিশ্বরোড মোড়সহ আরও বেশি কিছু এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় পুলিশ চেকপোস্টগুলোতে তল্লাশি চলছে। কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হয়ে এলে তাকে বাসার দিকেই ফিরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেক জায়গায় সেনা সদস্যরাও একইভাবে বিনা প্রয়োজনে বাসা-বাড়ির বাইরে আসা লোকজনকে ফিরিয়ে দিয়েছেন। তবে কেউ জরুরি প্রয়োজনে বের হলে তাকে আটকানো হয়নি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে ২৪ ও ২৫ তারিখ থেকে সবধরনের গণপরিবহণ চলাচলও বন্ধে করে দেয়া হয়। দেশবাসীকে নির্দেশনা দেয় ঘরে থাকার। সাধারণ মানুষ প্রথম দুই-তিন দিন এই নির্দেশনা মানলেও ২৯ মার্চ থেকে ধীরে ধীরে রাস্তায় বের হতে থাকেন। এই প্রেক্ষিতে গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় মানুষকে ঘরে রাখতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী কঠোর হবে। এমন ঘোষণা আসার পরই গতকাল চিত্র অনেকটা পাল্টে যায়।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
পাল্টে গেছে রাজধানীর চিত্র
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর