আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতেই পাল্টে গেছে নগরীর চিত্র। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি চলাকালীন সময় গত কয়েকদিনে হঠাৎই রাস্তাঘাটে যানবাহন চলাচল বেড়ে যায়। অনেকেই সরকারের ঘরে থাকার নির্দেশনা মানছিলেন না। সামাজিক দূরত্ব বাড়ানোর জন্য সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সেনাবাহিনীও নামিয়েছে। তাতেও যেন কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব বাড়াতে এবং মানুষকে ঘরে থাকতে বাধ্য করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বুধবার কঠোর বার্তা দেয়। এরপরই পাল্টে যায় পরিস্থিতি। গতকাল সকাল থেকে রাজধানী ঢাকার রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, আগের দুই-তিন দিনের তুলনায় প্রাইভেট গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যানগাড়ি, মোটরসাইকেলসহ যানবাহন অপেক্ষাকৃত কম। সাধারণ মানুষের চলাচলও কমে গেছে। রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, মিরপুর, রোড, জাহাঙ্গীর গেট, বনানী, প্রগতী সরণির বিশ্বরোড মোড়সহ আরও বেশি কিছু এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় পুলিশ চেকপোস্টগুলোতে তল্লাশি চলছে। কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হয়ে এলে তাকে বাসার দিকেই ফিরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেক জায়গায় সেনা সদস্যরাও একইভাবে বিনা প্রয়োজনে বাসা-বাড়ির বাইরে আসা লোকজনকে ফিরিয়ে দিয়েছেন। তবে কেউ জরুরি প্রয়োজনে বের হলে তাকে আটকানো হয়নি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে ২৪ ও ২৫ তারিখ থেকে সবধরনের গণপরিবহণ চলাচলও বন্ধে করে দেয়া হয়। দেশবাসীকে নির্দেশনা দেয় ঘরে থাকার। সাধারণ মানুষ প্রথম দুই-তিন দিন এই নির্দেশনা মানলেও ২৯ মার্চ থেকে ধীরে ধীরে রাস্তায় বের হতে থাকেন। এই প্রেক্ষিতে গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় মানুষকে ঘরে রাখতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী কঠোর হবে। এমন ঘোষণা আসার পরই গতকাল চিত্র অনেকটা পাল্টে যায়।
শিরোনাম
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
পাল্টে গেছে রাজধানীর চিত্র
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর