আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতেই পাল্টে গেছে নগরীর চিত্র। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি চলাকালীন সময় গত কয়েকদিনে হঠাৎই রাস্তাঘাটে যানবাহন চলাচল বেড়ে যায়। অনেকেই সরকারের ঘরে থাকার নির্দেশনা মানছিলেন না। সামাজিক দূরত্ব বাড়ানোর জন্য সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সেনাবাহিনীও নামিয়েছে। তাতেও যেন কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব বাড়াতে এবং মানুষকে ঘরে থাকতে বাধ্য করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বুধবার কঠোর বার্তা দেয়। এরপরই পাল্টে যায় পরিস্থিতি। গতকাল সকাল থেকে রাজধানী ঢাকার রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, আগের দুই-তিন দিনের তুলনায় প্রাইভেট গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যানগাড়ি, মোটরসাইকেলসহ যানবাহন অপেক্ষাকৃত কম। সাধারণ মানুষের চলাচলও কমে গেছে। রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, মিরপুর, রোড, জাহাঙ্গীর গেট, বনানী, প্রগতী সরণির বিশ্বরোড মোড়সহ আরও বেশি কিছু এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় পুলিশ চেকপোস্টগুলোতে তল্লাশি চলছে। কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হয়ে এলে তাকে বাসার দিকেই ফিরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেক জায়গায় সেনা সদস্যরাও একইভাবে বিনা প্রয়োজনে বাসা-বাড়ির বাইরে আসা লোকজনকে ফিরিয়ে দিয়েছেন। তবে কেউ জরুরি প্রয়োজনে বের হলে তাকে আটকানো হয়নি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে ২৪ ও ২৫ তারিখ থেকে সবধরনের গণপরিবহণ চলাচলও বন্ধে করে দেয়া হয়। দেশবাসীকে নির্দেশনা দেয় ঘরে থাকার। সাধারণ মানুষ প্রথম দুই-তিন দিন এই নির্দেশনা মানলেও ২৯ মার্চ থেকে ধীরে ধীরে রাস্তায় বের হতে থাকেন। এই প্রেক্ষিতে গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় মানুষকে ঘরে রাখতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী কঠোর হবে। এমন ঘোষণা আসার পরই গতকাল চিত্র অনেকটা পাল্টে যায়।
শিরোনাম
- শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত
- পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত ডা. মিজান
- ফরিদপুরে এ কে আজাদকে অবাঞ্ছিত ঘোষণা
- মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন
- শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস
- লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
- নারায়ণগঞ্জে মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসানে ডিসির উদ্যোগ
- দেশের ভেতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে : গয়েশ্বর
- ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম : রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক
- লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান
- ফাজিল পরীক্ষা শুরু শনিবার, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী
- সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি : মির্জা ফখরুল
- ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
- ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’