আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতেই পাল্টে গেছে নগরীর চিত্র। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি চলাকালীন সময় গত কয়েকদিনে হঠাৎই রাস্তাঘাটে যানবাহন চলাচল বেড়ে যায়। অনেকেই সরকারের ঘরে থাকার নির্দেশনা মানছিলেন না। সামাজিক দূরত্ব বাড়ানোর জন্য সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সেনাবাহিনীও নামিয়েছে। তাতেও যেন কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব বাড়াতে এবং মানুষকে ঘরে থাকতে বাধ্য করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বুধবার কঠোর বার্তা দেয়। এরপরই পাল্টে যায় পরিস্থিতি। গতকাল সকাল থেকে রাজধানী ঢাকার রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, আগের দুই-তিন দিনের তুলনায় প্রাইভেট গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যানগাড়ি, মোটরসাইকেলসহ যানবাহন অপেক্ষাকৃত কম। সাধারণ মানুষের চলাচলও কমে গেছে। রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, মিরপুর, রোড, জাহাঙ্গীর গেট, বনানী, প্রগতী সরণির বিশ্বরোড মোড়সহ আরও বেশি কিছু এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় পুলিশ চেকপোস্টগুলোতে তল্লাশি চলছে। কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হয়ে এলে তাকে বাসার দিকেই ফিরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেক জায়গায় সেনা সদস্যরাও একইভাবে বিনা প্রয়োজনে বাসা-বাড়ির বাইরে আসা লোকজনকে ফিরিয়ে দিয়েছেন। তবে কেউ জরুরি প্রয়োজনে বের হলে তাকে আটকানো হয়নি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে ২৪ ও ২৫ তারিখ থেকে সবধরনের গণপরিবহণ চলাচলও বন্ধে করে দেয়া হয়। দেশবাসীকে নির্দেশনা দেয় ঘরে থাকার। সাধারণ মানুষ প্রথম দুই-তিন দিন এই নির্দেশনা মানলেও ২৯ মার্চ থেকে ধীরে ধীরে রাস্তায় বের হতে থাকেন। এই প্রেক্ষিতে গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় মানুষকে ঘরে রাখতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী কঠোর হবে। এমন ঘোষণা আসার পরই গতকাল চিত্র অনেকটা পাল্টে যায়।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা