সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পোশাকশিল্পে ৩.১৫ বিলিয়ন ডলারের অর্ডার বাতিল : বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর বাংলাদেশে তৈরি পোশাক পণ্যের আন্তর্জাতিক ক্রেতারা ৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অর্ডার বাতিল করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ। সংগঠনটি জানিয়েছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ১৩৫টি কারখানায় ৯৭৫ মিলিয়ন পোশাক পণ্যের অর্ডার বাতিল হয়েছে। যার মূল্য ৩ দশমিক ১৫ বিলিয়ন ডলার। ফলে প্রায় ২২ লাখ শ্রমিকের ওপর এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছে বিজিএমইএ। গতকাল বিজিএমইএ সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এর আগে করোনাভাইরাস পরিস্থিতিতে বিজিএমইএ এবং বিকেএমইএ ২৫ এপ্রিল পর্যন্ত সব কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। 

সর্বশেষ খবর