চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রবিবার বা সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। মহামারী করোনার কারণে দেশের ইতিহাসে এবারই প্রথম উন্মুক্ত স্থানে হচ্ছে না ঈদের জামাত। তবে মুসল্লিরা মসজিদে স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন ঈদের জামাতে। বিশেষ করে জাতীয় ঈদগাহ ও দেশের সবচেয়ে বড় ঈদগাহ শোলাকিয়ায় জামাত অনুষ্ঠিত হচ্ছে না। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত নিয়ে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার ঈদুল ফিতরের ৫টি জামাত হবে সেখানে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে। বিজ্ঞপ্তিতে এই ৫ জামাতে কে কে ইমাম হিসেবে থাকবেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কিছু শর্তারোপ করে একটি নির্দেশনা জারি করা হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে। সেগুলো হলো- মাস্ক পরে জামাতে অংশ নেওয়া, জায়নামাজ বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে যাওয়া, কোলাকুলি ও হ্যান্ডশেক না করা, যত দ্রুত সম্ভব নামাজ শেষে বাড়ি ফিরে যাওয়া। এ ছাড়াও ঢাকার কারওয়ান বাজার আম্বর শাহ জামে মসজিদে প্রধান জামাত সকাল ৮টায়, কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মসজিদে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার