চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রবিবার বা সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। মহামারী করোনার কারণে দেশের ইতিহাসে এবারই প্রথম উন্মুক্ত স্থানে হচ্ছে না ঈদের জামাত। তবে মুসল্লিরা মসজিদে স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন ঈদের জামাতে। বিশেষ করে জাতীয় ঈদগাহ ও দেশের সবচেয়ে বড় ঈদগাহ শোলাকিয়ায় জামাত অনুষ্ঠিত হচ্ছে না। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত নিয়ে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার ঈদুল ফিতরের ৫টি জামাত হবে সেখানে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে। বিজ্ঞপ্তিতে এই ৫ জামাতে কে কে ইমাম হিসেবে থাকবেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কিছু শর্তারোপ করে একটি নির্দেশনা জারি করা হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে। সেগুলো হলো- মাস্ক পরে জামাতে অংশ নেওয়া, জায়নামাজ বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে যাওয়া, কোলাকুলি ও হ্যান্ডশেক না করা, যত দ্রুত সম্ভব নামাজ শেষে বাড়ি ফিরে যাওয়া। এ ছাড়াও ঢাকার কারওয়ান বাজার আম্বর শাহ জামে মসজিদে প্রধান জামাত সকাল ৮টায়, কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মসজিদে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিরোনাম
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
প্রথমবারের মতো এবার ঈদ জামাত মাঠে হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর