মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

পুলিশে আক্রান্ত পাঁচ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এটিই। এ নিয়ে ভাইরাসটিতে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১২৯ জনে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা বাড়ছে র‌্যাব, আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যদের মাঝেও। র‌্যাবে এ পর্যন্ত ২৪৫ জন, ফায়ার সার্ভিসে ১০৯ জন এবং আনসার ভিডিপিতে ৩৪৯ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। গতকাল সকাল পর্যন্ত সারা দেশের পুলিশ, র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের তথ্য বিশেষণে আক্রান্তের বিষয়টি জানা গেছে। পুলিশের করোনা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য ১ হাজার ৬৫৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি। ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ২০৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ৫ হাজার ১৬২ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাসমুক্ত হয়ে ১ হাজার ৮৭৬ পুলিশ সদস্য বাড়ি ফিরেছেন। মৃত্যুবরণ করেছেন ১৫ জন পুলিশ সদস্য।

সর্বশেষ খবর