সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মকর্তাদের অতিকথন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক ও সংসদ সদস্য নূর মোহাম্মদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, সরকারি সবকিছু একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে চলে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাল-চলন, আচার-আচরণ, ব্যবহার সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য বিধিবিধান আছে। সেই বিধিবিধান যদি কেউ না মানে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্টভাবে লেখা আছে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, যে বিষয় নিয়ে আপনি কনসার্ন না, এটা নিয়ে আপনি কথা বলবেন না, তারপরও তো সেটি হচ্ছে। এ ক্ষেত্রে ওই বিধিবিধানগুলো পালন করার জন্য বলা আছে। তিনি বলেন, যেহেতু আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় কাউকে আনিনি এ জন্য হয়তো এগুলো করে। তিনি বলেন, এখন যদি আমরা শক্তভাবে অবস্থান ধরে রাখতে পারি তাহলে এগুলো বন্ধ হবে। অর্থাৎ বিধিবিধান উপেক্ষা করে যারা কাজ করবে, কথাবার্তা বলবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলে এসব বন্ধ করা যাবে। আমরা যদি কিছু বিভাগীয় ব্যবস্থা নিই তাহলে এই অপব্যবহার বন্ধ হবে। এগুলো নেওয়া জরুরি। নূর মোহাম্মদ বলেন, এগুলো সব লেভেলেই চলছে। একজন তার নিজের এরিয়া নিয়ে কথা বলবেন। অন্যের এরিয়া নিয়ে কথা বলার দরকার কী? আমাদের মধ্যে অতিকথনের একটা সংস্কৃতি তো আছেই। এটার জন্য একটা ব্যবস্থা নিলে হয়তো কমবে। সব ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগটা করতে হবে।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া