বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রথম থেকেই পাশে ছিল আওয়ামী লীগ

-আলতাফুজ্জামান মিতা

প্রথম থেকেই পাশে ছিল আওয়ামী লীগ

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও করোনা দুর্যোগকালীন ত্রাণ কমিটির আহ্বায়ক আলতাফুজ্জামান মিতা বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় দিনাজপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। আওয়ামী লীগ ত্রাণ কমিটি ছাড়াও চিকিৎসা সহায়তা কমিটি করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আলতাফুজ্জামান মিতা বলেন, দুস্থ, অসহায়,  শ্রমজীবীসহ করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণসামগ্রী, যা অব্যাহত আছে। দিনাজপুরে প্রথম থেকেই আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়ালেও বড় বড় কথা বলা ছাড়া বিএনপিকে মাঠে খুব একটা দেখা যায়নি। তিনি বলেন, দল অনেকেই করে, কিন্তু সবাই কাজ করে না। কেউ করে, কেউ দেখে, কেউ নেপথ্যে সহায়তা করে। যেহেতু আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি, আমাদের একটি রাজনৈতিক দল আছে, রাষ্ট্রক্ষমতায় আমরা আছি, ফলে জনগণের প্রতি আমাদের দায়িত্বটাই বেশি। সে কারণে আমরাই প্রথম করোনাভাইরাসকে চ্যালেঞ্জ করে ১১ এপ্রিল জেলা আওয়ামী লীগের জরুরি বৈঠক করি; যেখানে আমাকে আহ্বায়ক, তৈয়ব উদ্দিন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক ও ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলকে সদস্যসচিব করে ১৫ সদস্যের ‘ত্রাণ পরিচালনা কমিটি’ গঠন করা হয়। আমরা স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকি কাঁধে নিয়েই মাঠে নেমেছি। আলতাফুজ্জামান মিতা আরও বলেন, ত্রাণ ছাড়া আরও কিছু কাজ চলছে। যেমন করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ জ্বর, সর্দি কিংবা অন্যান্য রোগের চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসকরা ভয়ে চেম্বার বন্ধ রেখেছেন অথবা চেম্বারে যাচ্ছেন না। এ অবস্থায় কমিটির সদস্য সাবেক সিভিল সার্জন ডা. আবদুল করিমের নেতৃত্বে একটি চিকিৎসা সহায়তা কমিটি ও একটি হটলাইন চালু করেছি। আবার করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তির আইনি সহায়তার প্রয়োজনে আইন সহায়তা কমিটি করেছি। এ ছাড়া করোনা পরিস্থিতিজনিত তথ্য সংগ্রহের একটা কাজ চলছে, যার নেতৃত্বে আছেন কমিটির সদস্য সাংবাদিক কামরুল হুদা হেলাল। কাজেই ত্রাণের বাইরেও আমাদের কমিটির কাজ অব্যাহত রয়েছে। তিনি বলেন, সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে গণসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন, পথসভা, লিফলেট বিতরণ কর্মসূচি জেলা শহরই নয়, উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করেছি। আওয়ামী লীগ যখন শুরু করে তখন জেলায় বিএনপি বা অন্যান্য দলের কোনো হদিস ছিল না।

সর্বশেষ খবর