বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজনৈতিক সামাজিক শক্তিকে কাজে লাগালে ভালো হতো

-রেজাউর রহমান রেজু

রাজনৈতিক সামাজিক শক্তিকে কাজে লাগালে ভালো হতো

দিনাজপুরের করোনা দুর্যোগকালীন সম্মিলিত নাগরিক স্বেচ্ছাসেবী টিমের সদস্যসচিব দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনা মহামারী একটি বৈশ্বিক সমস্যা। পৃথিবীতে প্রায় সাড়ে ৮ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে কভিড-১৯। মানুষের জীবনব্যবস্থা ভেঙে পড়েছে, অর্থনৈতিক অবস্থা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। সামাজিক অবস্থার ভিত নড়ে গেছে। বাংলাদেশও তার বাইরে নয়। করোনায় ইতোমধ্যে প্রাণ গেছে ৪ হাজারের অধিক মানুষের। করোনাকালে লক্ষ্য করলাম, সরকার সম্পূর্ণ আমলানির্ভর হয়ে পড়েছে। রাজনৈতিক সরকার বিশেষ করে আওয়ামী লীগের কাছে তেমনটি আশা করা যায়নি। তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক শক্তি কাজে লাগিয়ে সারা দেশের পাড়া-মহল্লা-গ্রাম-ইউনিয়নের মানুষকে যুক্ত করে কাজে লাগানো গেলে অনেক বেশি মানুষকে সচেতন করা এবং মহামারী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হতো বলে আমার ধারণা। রেজাউর রহমান রেজু বলেন, দিনাজপুরেও করোনা মহামারীর সময় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের তেমন উল্লেখযোগ্য ভূমিকা লক্ষ্য করিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ মূলত ত্রাণ তৎপরতার মধ্যেই সীমিত ছিল। সংসদ সদস্য, হুইপ, মন্ত্রীদেরও শুধু ত্রাণকার্য করতে দেখা গেছে। দিনাজপুরের অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বাম সংগঠন কমিউনিস্ট পার্টি ও বাসদকে কখনো কখনো করোনার সময় সরকারের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন বা প্রতিবাদ করতে দেখা গেছে। এ ছাড়া ত্রাণ বিতরণে তাদের অংশ নিতেও দেখা গেছে। তিনি বলেন, কমিউনিস্ট পার্টিকে সচেতনতামূলক কিছু কাজ করতে দেখা গেলেও উল্লেখযোগ্য তেমন কিছু নয়। দিনাজপুরের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ কিছু ত্রাণ তৎপরতা পরিচালনা করলেও অন্য কোনো কাজে তাদের অংশ নিতে দেখা যায়নি। অথচ মানুষের পাশে দাঁড়ানোর এটি একটি বড় সময় ও সুযোগ ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য তা হয়নি। রেজাউর রহমান রেজু বলেন, অসহায়, দুস্থ, বঞ্চিত মানুষ ছাড়াও যারা করোনায় আক্রান্ত তাদের সবরকম খোঁজখবর, সহযোগিতা করার জন্য করোনা দুর্যোগকালীন সম্মিলিত নাগরিক স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়। যার সহযোগিতা এখনো অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর