বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ ত্রাণকাজেও দলীয়করণ করেছে

-মোকাররম হোসেন

আওয়ামী লীগ ত্রাণকাজেও দলীয়করণ করেছে

দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনার এই সময়ে ত্রাণ বিতরণেও আওয়ামী লীগ দলীয়করণ করেছে। এতে অনেক সাধারণ মানুষ এ দুঃসময়ে ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি মা-মাটির দল হিসেবে নিজের সাধ্যানুযায়ী অসহায়, বঞ্চিত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে এবং তা অব্যাহত রেখেছে।

মোকাররম হোসেন বলেন, কেন্দ্রীয়ভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত রয়েছে। তবে মূল দলের কার্যক্রম স্থগিত থাকলেও ভার্চুয়াল মিটিংয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং তৃণমূল থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের দল গোছানোর কার্যক্রম সচল রয়েছে। করোনা প্রাদুর্ভাবের এই সময়েও মাঠে বিএনপি নেতা-কর্মীরা সরব রয়েছেন। তাই করোনাভাইরাস রোগী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত নিরলসভাবে সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। আগে থেকে খাদ্যসামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিইসহ নিরাপত্তা সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতি জেলায় করোনায় দলের ও সাংগঠনিক কার্যক্রম মনিটরিং করছেন। নেতাদের সঙ্গে কথা বলছেন। মোকাররম হোসেন বলেন, বিএনপি শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে বিভিন্ন সহায়তা পৌঁছে দিচ্ছে। আমরা সব মানুষের পাশে দাঁড়িয়েছি। কে কোন দল করে, তা আমাদের কাছে মুখ্য নয়। আমাদের কাজ অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু আওয়ামী লীগ ত্রাণ সহায়তা বিতরণেও দলীয়করণ করেছে। এতে অনেকে সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। আবার আওয়ামী লীগসহ প্রশাসনের মধ্যে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ছিল।

সর্বশেষ খবর