মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট

ফেরির পর এবার লঞ্চ চলাচল বন্ধ সি-বোটে ভিড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ফেরির পর এবার লঞ্চ চলাচল বন্ধ সি-বোটে ভিড়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুট চ্যানেলে নাব্য সংকট ও প্রবল স্রোতের কারণে ১২ অক্টোবর বিকাল ৩টা থেকে বন্ধ রয়েছে সব প্রকার ফেরি চলাচল। এ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে লঞ্চ চলাচলও।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটাইপ ও ছোট ফেরি দিয়ে এ নৌ-রুটটি সচল রাখা হলেও বর্তমানে মূল পদ্মা পার হয়ে, লৌহজং টার্নিং পয়েন্টে পদ্মা সেতুর চ্যানেলের মুখের ৩০ থেকে ৪০ ফুট জায়গায় পানি কম থাকায়, প্রবল স্রোত ও নাব্য সংকট তৈরি হওয়ায় ছোট ফেরিগুলোও চলাচল করতে পারছে না। চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় এখন লঞ্চও আটকে যাচ্ছে ডুবোচরে। এ কারণে লঞ্চ মালিক ও চালকরা সব প্রকার লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। এরপর গতকাল সকাল থেকে ঘাট এলাকায় ভিড় বেড়েছে সি-বোট বা স্পিডবোটে। এগুলোতে এখন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন গতকাল বলেন, সকাল  থেকেই লঞ্চ চলাচল বন্ধ। চ্যানেলে তীব্র নাব্য সংকট রয়েছে। এ অবস্থায় স্পিডবোটে যাত্রীদের প্রচ- ভিড়  দেখা দিয়েছে।

 

সর্বশেষ খবর