১১ বছর পর আবার ঢাকা-লন্ডন ফ্লাইট চালাতে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। আবেদনটি এখন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে রয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও সেবার মান বাড়ায় প্রতিষ্ঠানটি এ দেশে আবার কার্যক্রম চালু করতে আগ্রহী হয়েছে বলে মনে করছেন মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বরের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ব্রিটিশ এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইট ছিল ঢাকায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে মুক্তি পেয়ে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ১৯৭২ সালের ১০ জানুয়ারি ঢাকায় আসেন। ৩৪ বছর ফ্লাইট পরিচালনার পর ২০০৯ সালের ২৯ মার্চ ঢাকা-লন্ডন-ঢাকা ফ্লাইট বন্ধ করে দেয় ব্রিটিশ এয়ারওয়েজ।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        