শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

খেলাপি ঋণের নতুন সুবিধা বন্ধ করতে হবে

-----মির্জ্জা আজিজুল ইসলাম

খেলাপি ঋণের নতুন সুবিধা বন্ধ করতে হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, এখন ব্যাংকিং খাতে কোনো তারল্য সংকট নেই। বরং তারল্য প্রবাহ বেশি আছে। ব্যাংকগুলোর হাতে প্রচুর তারল্য রয়েছে। তবে কভিড-পরবর্তী সময়ে অর্থনীতিতে গতি ফিরলে নতুন করে ঋণ চাহিদা তৈরি হতে পারে। বর্তমানে যে তারল্য আছে তা দিয়ে বিশেষ পরিস্থিতি সামলানো যাবে। তবে খেলাপি ঋণের পরিমাণ এখন

উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা নিয়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। কাগজেকলমে খেলাপি না হলেও বাস্তবে খেলাপি হয়ে আছে। এটা ব্যাংকিং খাতের একটি সমস্যা হিসেবেই চিহ্নিত। তিনি বলেন, খেলাপি ঋণের এই পরিস্থিতি থেকে বের হতে হলে বাংলাদেশ ব্যাংকের এখনই উদ্যোগী হওয়া উচিত। নন-পারফরমিং ঋণ আদায়ের জন্য কার্যকর পদক্ষেপ ঘোষণা করা উচিত। এখন আর নতুন কোনো সুবিধা দেওয়া যাবে না। যারা ব্যবসায়িকভাবে ভালো করেছেন তাদের জন্য কিছুটা রিল্যাক্স করা যেতে পারে। তবে যারা পুরনো ঋণ ফেরত দেওয়ার ক্ষেত্রে গরিমসি করছেন, ইচ্ছাকৃতভাবে ফেরত দিচ্ছেন না- তাদের প্রতি কঠোরভাবে পদক্ষেপ নেওয়া দরকার। এ ধরনের ব্যবসায়ীরা ঋণ ফেরত না দিতে বাংলাদেশ ব্যাংকের সুবিধাকে অপব্যবহার করছেন। তাই এখন খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে কোনোভাবেই নমনীয় হলে চলবে না।

সর্বশেষ খবর