রাজধানীর রাপা প্লাজায় টয়লেটের জানালা ভেঙে একটি সোনার দোকানসহ আরও তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনার ১৫ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সিসি ক্যামেরা দেখে এ ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। মুখোশ পরা থাকায় দুজনের পরিচয় নিশ্চিত হতে না পারলেও একজনকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। চিহ্নিত ওই ব্যক্তিকে গ্রেফতারে ইতিমধ্যে পুলিশের কয়েকটি ইউনিট অভিযানে নেমেছে। তাকে ধরতে পারলে অন্যদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ছাড়া তাকে গ্রেফতারের মধ্য দিয়ে চুরির ঘটনার রহস্য উন্মোচিত হবে। পাশাপাশি শপিং মলের নিরাপত্তারক্ষীদের মোবাইলের কললিস্ট ধরেও চোরদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে। গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় মহিলা টয়লেটের গ্রিল কেটে রাজলক্ষ্মী জুয়েলার্স নামের একটি সোনার দোকান থেকে আনুমানিক ৫০০ ভরি সোনা ও দুটি কাপড়ের দোকানে চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোনার দোকানের মালিক মহাদেব কর্মকার বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। মামলাটি ধানমন্ডি থানা পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ তদন্ত করছে। মামলার তদন্তসংশ্লিষ্টরা বলছেন, চুরির আগে চক্রটি রাপা প্লাজা মার্কেটের সবকিছু খুঁটিনাটি রেকি করেছে। তা না হলে মহিলা বাথরুমের জানালার গ্রিল এবং সিলিং ভেঙে ভিতরে প্রবেশ করার পথ আবিষ্কার করা সম্ভব নয়। দোকানের সামনে একটি ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল তাতেও তারা স্কচটেপ দিয়ে টিস্যু পেপার লাগিয়েছে। মামলার বাদী মহাদেব কর্মকার বলেন, এই মার্কেটে ২০০৫-০৬ সালের দিকে একবার সোনার দোকানে চুরি হয়েছিল। আমার ধারণা মার্কেটের লোকজন জড়িত। চোরদের গ্রেফতার করতে না পারলে এই মার্কেটে আবার চুরি হবে। এ বিষয়ে ডিএমপি রমনা বিভাগের এডিসি আর এম ফয়জুর রহমান জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। সিসিটিভিতে চুরির সঙ্গে জড়িত তিনজনকে দেখা গেছে। এদের মধ্যে দুজন মাস্ক পরা এবং একজন মাস্ক ছাড়া ছিল। মাস্ক ছাড়া ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ যৌথভাবে চোরদের ধরতে অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুতই ভালো ফল পাওয়া যাবে।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
রাপা প্লাজায় চুরির ১৫ দিন
গ্রেফতার হয়নি কেউ তিনজনকে খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল
৩৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
শিল্পখাতের নিরাপত্তা চর্চা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৪৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন