শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফের বাড়ল শনাক্ত ও মৃত্যু, কমল সুস্থতা

২৪ ঘন্টায় শনাক্ত ৪৭০, মৃত্যু ১১

নিজস্ব প্রতিবেদক

ফের বাড়ল শনাক্ত ও মৃত্যু, কমল সুস্থতা

এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ হার, শনাক্ত রোগীর সংখ্যা ও মৃত্যু বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কমেছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৭০ জন, যা আগের দিনের চেয়ে ৬০ জন বেশি। অন্যদিকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৭৪৩ জন, যা আগের দিনের চেয়ে ২১৪ জন কম। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন, যা আগের দিনের চেয়ে ছয়জন বেশি। এ ছাড়া এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হারও বৃদ্ধি পেয়েছে। গতকাল ৩ দশমিক ১৩ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এর আগের দিন সংক্রমণ হার ছিল ২ দশমিক ৬৩ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত এক দিনে ১৫ হাজার ৩২টি নমুনা পরীক্ষায় ৪৭০ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয় ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। সবাই মারা গেছেন হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে নয়জন ছিলেন ষাটোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এর মধ্যে সাতজন ঢাকা ও চারজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।

গতকাল সারা দেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর ১০ হাজার ৯০৫টি শয্যার মধ্যে (আইসিইউসহ) রোগী ভর্তি ছিল এক হাজার ৪৯৮টিতে। অধিকাংশ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ায় বাকি শয্যাগুলো খালি ছিল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর