মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

রংপুরে আকর্ষণীয় চিকলি বিল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে আকর্ষণীয় চিকলি বিল

রংপুর মহানগরের উত্তর দিকেই চিকলি বিল। এ বিলের পাশের পার্কটি হতে পারে পর্যটনের অন্যতম স্থান। তবে যথাযথ উদ্যোগের অভাবে চিকলি বিল দর্শনার্থীদের আকর্ষণ করতে পারছে না। সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছেন, চিকলি বিলের পার্ক ঘিরে বৃহত্তর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন হলে নগরবাসী বিনোদনের জন্য এখানে ছুটে আসবেন। রংপুর সিটি করপোরেশনসূত্রে জানা গেছে, ২০১৫ সালের পয়লা বৈশাখ প্রয়াত সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু কয়েক কোটি টাকা ব্যয়ে বিলের চারপাশে পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। প্রায় ১০০ একর জমির ওপর নির্মাণ করা হয় চিকলি পার্ক। স্থাপন করা হয় বেশ কিছু রাইডার। প্রথম দিকে বিনোদনপ্রেমীর ভিড় থাকলেও আকর্ষণীয় রাইডারগুলো অকেজো হয়ে পড়ায় এখন আর দর্শনার্থী টানতে পারছে না বিলের পাশে গড়ে ওঠা পার্কটি। শীতকালে পাখির কিচিরমিচির শব্দে মুখর থাকে বিল। শহরের মধ্যে হলেও কোলাহলমুক্ত এ বিলটি মানুষকে আকর্ষণ করে। বিকাল হলে অনেকেই বিলের চারপাশে একটু নির্মল বাতাসের জন্য ঘুরে বেড়ায়। কিন্তু পার্ক ঘিরে নেওয়া পরিকল্পনার সঠিক বাস্তবায়ন না হওয়ায় এটি দর্শনার্থীদের আকর্ষণ করতে পারছে না। রসিকের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু বলেন, ‘চিকলি পার্ক ঘিরে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুইমিং পুলের কাজ চলছে। নষ্ট রাইডারগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত একে আকর্ষণীয় পর্যটনস্থান হিসেবে গড়ে তোলা হবে।’

স্থানীয়দের মতে, চিকলি বিল পার্কটি আধুনিকায়ন করা হলে সৌন্দর্যপিপাসু মানুষের ভিড় যেমন বাড়বে তেমন বাড়বে সিটি করপোরেশনের আয়। তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে সম্প্রতি প্যাডেল বোট চালু করেও দর্শনার্থী টানতে পারছে না পার্কটি।

সর্বশেষ খবর