রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাহেনুল ও দুই নারীসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। গতকাল দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার পাঁচ মাসের মাথায় এ চাঞ্চল্যকর মামলার চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট সূত্রে জানা গেছে, রংপুরের হারাগাছ মেট্রোপলিটন থানার বাহার কাছনা মাস্টারপাড়ার দশম শ্রেণির স্কুলছাত্রীকে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলামসহ কয়েকজন গণধর্ষণ করেছে অভিযোগ এনে মামলা করেন ভিকটিমের পিতা। ঘটনার পরপরই আসামি রাহেনুল ইসলাম, সুমাইয়া পারভীন মেঘলা, সুরভী আক্তার সমাপ্তি, বাবুল হোসেন এবং আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। আসামিদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বাবুল হোসেন ও আবুল কালাম আজাদ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। আসামিদের জবানবন্দি ও আলামতসহ ডিএনএ পরীক্ষায় গণধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। মামলা সূত্রে জানা যায়, এএসআই রাহেনুল ইসলাম প্রেমের ফাঁদে ফেলে ভুক্তভোগীকে গত বছরের ১৮ অক্টোবর বাহার কাছনার সুমাইয়া পারভীন মেঘলার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। বাড়িতে ফেরার পর তার মা রাগারাগি করলে ওই স্কুলছাত্রী রাত ১০টার দিকে মেঘলার বাড়িতে চলে যায়। পরে মেঘলা ও তার বান্ধবী সুরভী আক্তার সমাপ্তি যোগসাজশ করে বাবুল ও কালামের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে জোরপূর্বক ধর্ষণ করায়। পিবিআইর তদন্ত কর্মকর্তা পরিদর্শক সাইফুল ইসলাম তদন্ত শেষে এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজু, সুমাইয়া পারভীন মেঘলা এবং আসামি সুরভী আক্তার সমাপ্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে অপরাধের প্রমাণ পায়। রংপুর পিবিআই পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, এক পুলিশ সদস্যের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে ধর্ষণের বিষয়ে প্রাথমিক প্রমাণ পেয়েছি। চার্জশিট দাখিল করা হয়েছে।
শিরোনাম
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- এটিএম কার্ড ছোঁয়া মাত্র তথ্য উধাও, বেড়েই চলেছে ক্লোনিং আতঙ্ক
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান