সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেবে আদালত, দুদক নয়

হাই কোর্টের আদেশ আপাতত বহাল, ৫ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেবে আদালত, দুদক নয়; হাই কোর্টের এই আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গতকাল চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অন্যপক্ষে ছিলেন আইনজীবী               প্রবীর নিয়োগী। গত ১৬ মার্চ দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে দুদক নয়, সিদ্ধান্ত নেবে বিশেষ জজ আদালত এমন অভিমত দেয় হাই কোর্ট। আদালত বলেছে, বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে দুদকের সুনির্দিষ্ট আইন বা বিধি নেই। এ কারণে বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে যতদিন আইন বা বিধি প্রণয়ন না হচ্ছে, ততদিন সংশ্লিষ্ট বিশেষ জজ আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। পরে হাই কোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।

সর্বশেষ খবর