শিরোনাম
শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করার দাবি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

হেফাজতে ইসলামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিনকেনকে স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্রস্থ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন। গত ৭ এপ্রিল ই-মেইলে প্রেরিত এই স্মারকলিপির কপি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, কংগ্রেসের উভয়কক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটির কাছেও প্রেরণ করা হয়। স্মারকলিপি প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভোটারনস, ইউএসএ ইত্যাদি। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন এই সংগঠনটি সারা বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালিয়েছে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে ধ্বংস করে এরা সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। মুক্তবুদ্ধি চর্চায় নিয়োজিতদের হত্যা অভিযানসহ প্রগতিশীল-গণতান্ত্রিক আন্দোলনের পথিকৃতদের নির্মূলের প্রকাশ্য কর্মসূচি রয়েছে এই জঙ্গি সংগঠনের। নারী ক্ষমতায়নের যে বিস্ময়কর অগ্রগতি বাংলাদেশে সাধিত হয়েছে তা ধুলিসাৎ করতে ওরা বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত। বিভিন্ন সময়ের অপতৎপরতার মাধ্যমে হেফাজতে ইসলাম যে সত্যিকার অর্থেই আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কে জড়িত এবং বাংলাদেশকেও পাকিস্তান-আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই অবিলম্বে এই সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে তার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা না হলে শুধু বাংলাদেশই নয় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি সুরক্ষা কঠিন হয়ে পড়তে পারে।

সর্বশেষ খবর