পুরান ঢাকার আরমানিটোলা হাজী মুসা ম্যানশনে আগুনে দগ্ধ নবদম্পতির মধ্যে আশিকুজ্জামান খানের (৩২) মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬-এ দাঁড়াল। আশিকুজ্জামান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, আশিকুজ্জামানের বাহ্যিক দগ্ধ ছিল না। শ্বাসনালি পুড়ে গিয়েছিল। তার স্ত্রী ইশরাত জাহান মুনা (২৮) এখনো লাইফ সাপোর্টে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে দুজন মারা গেলেন। এর আগে রবিবার সকালে আইসিইউতে শাফায়াত হোসেন (৩৫) মারা যান। জানা গেছে, মাত্র এক মাস আগে আশিকুজ্জামান ও মুনা দম্পতির বিয়ে হয়। মুনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর আশিকুজ্জামান বুয়েটের ছাত্র। আশিকুজ্জামানের বাবা আবুল কাশেম খান জানান, খালার বাসায় থেকে লেখাপড়া করত আশিকুজ্জামান। ২২ এপ্রিল রাতে আরমানিটোলায় শ্বশুরের বাসায় এসেছিল। নিচে রাসায়নিক গুদামে আগুন লাগে। এতে অন্যদের সঙ্গে আশিকুজ্জামান ও মুনা দম্পতি দগ্ধ হন। আগুনে আশিক-মুনা ছাড়াও মুনার বাবা ইব্রাহীম সরকার, মা সুফিয়া বেগম, ভাই জুনায়েদ সরকার দগ্ধ হন। ঘটনার রাতেই ফ্ল্যাট থেকে মুনার ছোট বোন ইডেন মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তারের (২২) দগ্ধ লাশ উদ্ধার করা হয়। ২২ এপ্রিল রাতে পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের নিচতলায় কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কেমিক্যাল গোডাউন থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। এ ছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন। এ ঘটনায় আহত হন অন্তত ২৩ জন। ছয় তলা ভবনটির নিচতলায় দোকান ও কেমিক্যালের গুদাম ছিল। এ ঘটনায় ইতিমধ্যে দুই কেমিক্যাল গুদামের মালিককে গ্রেফতার করেছে র্যাব।
শিরোনাম
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চের কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান