মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

সার্বিক উন্নয়ন প্রতিফলিত হয় এমন বাজেট চাই

-মো. আকতারুজ্জামান খান

সার্বিক উন্নয়ন প্রতিফলিত হয় এমন বাজেট চাই

বরিশালের সার্বিক উন্নয়ন প্রতিফলিত হয় আসন্ন বাজেটে এমন বরাদ্দ চান অর্থনীতিবিদ মো. আকতারুজ্জামান খান। অবকাঠামো, শিল্পোন্নয়ন, কৃষি পুনর্বাসন, কৃষি প্রক্রিয়াকরণ, কভিড-১৯ মোকাবিলায় প্রান্তিক মানুষের জন্য পরিপূর্ণ কভিড হাসপাতাল নির্মাণ, নদী ভাঙন রোধ ও নাব্য ঠিক রাখা, পায়রা সমুদ্রবন্দরকে গভীর সমুদ্রবন্দর করার চলমান সরকারি পরিকল্পনা ও পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানান তিনি।

আকতারুজ্জামান খান বলেন, ভোলার গ্যাস ও কলাপাড়ায় পায়রা বন্দরকে কেন্দ্র করে মাঝামাঝি জায়গায় সুবিধাজনক স্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। বরিশাল নগর ও কুয়াকাটা উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন দ্রুত করতে বাজেটে বরাদ্দ রাখা জরুরি। ভাঙ্গা থেকে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত রেললাইনের সম্ভাব্যতা যাচাই হয়েছে। ফোর লেন বাস্তবায়ন প্রক্রিয়াও ধীরগতিতে চলছে। এ দুটি মেগা প্রকল্পের দ্রুত বাস্তবয়নের জন্য আসন্ন বাজেটে বরাদ্দ রাখতে হবে। শিল্পায়নের বিকাশে বরিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়রিং বিশ্ববিদ্যালয়, ব্লু ইকোনমি কাজে লাগাতে সমুদ্রবিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মহাখালী আইসিসিডিডিআরবির আদলে বরিশালে একটি আন্তর্জাতিক মানের কলেরা হাসপাতাল প্রতিষ্ঠার জন্য নতুন বাজেটে বিশেষ বরাদ্দ দাবি করেন তিনি। এ ছাড়া বেসরকারি খাত শক্তিশালী করার জন্য প্রণোদনা দিয়ে ‘স্পেশাল ইকোনমিক জোন’ করার জন্য প্রস্তাব দেন অর্থনীতির শিক্ষক মো. আকতারুজ্জামান খান।

সর্বশেষ খবর