বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ সুন্দরবনের ৭০টি বাঘ হত্যায় অভিযুক্ত মোস্ট ওয়ান্টেড হাবিব তালুকদার (৫০) ওরফে বাঘ হাবিবকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন মধ্য সোনাতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুন্দরবন বন বিভাগের তথ্যমতে, গত ২০ বছরে কম করে হলেও ৭০টি বাঘ মারা পড়েছে তার হাতে। তার নামে নয়টি বন অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতে রয়েছে গ্রেফতারি পরোয়ানা। বাঘ হাবিবের বাবার নাম মৃত কদম আলী তালুকদার। পুলিশ বলছে, বাঘ হাবিব পলাতক ছিলেন। মাঝে-মধ্যে গোপনে বাড়িতে এসে অন্যের ঘরে ঘুমাতেন। শুক্রবার রাতে তিনি প্রতিবেশী রফিকুলের বাড়িতে স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে রাত আড়াইটা দিকে শরণখোলার মধ্য সোনাতলা গ্রামে অভিযান চালিয়ে রফিকুলের বারান্দায় শোয়া অবস্থায় তাকে আটক করা হয়। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জনান, হাবিব তালুকদার বাঘ হাবিব নামে সুন্দরবন বিভাগের তালিকাভুক্ত অপরাধী। তার হাতে গত ২০ বছরে কম করে হলেও ৭০টি বাঘ মারা পড়েছে বলে এর আগে বন বিভাগের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তাকে বহু আগে থেকেই সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও গোপনে বনে ঢুকে বাঘসহ বন্যপ্রাণী শিকার অব্যাহত রাখেন। তার নামে একাধিক মামলা থাকার পরও এ অপরাধ কর্মকা চালিয়ে যাচ্ছিলেন। বাঘ হাবিবের পেছনে একাধিক শক্তিশালী চক্র জড়িত রয়েছে। তার নামে নয়টি বন অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাঘ হত্যাকারী হাবিব সুন্দরবন বিভাগ ও পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ‘সুন্দরবনে বাঘ হত্যাকারী হাবিবের নামে শরণখোলা থানায় তিনটি ওয়ারেন্ট রয়েছে। তাকে দীর্ঘদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শিরোনাম
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
অষ্টম কলাম
সুন্দরবনের ৭০ বাঘ হত্যায় মোস্ট ওয়ান্টেড হাবিব গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর