রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

সুন্দরবনের ৭০ বাঘ হত্যায় মোস্ট ওয়ান্টেড হাবিব গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ সুন্দরবনের ৭০টি বাঘ হত্যায় অভিযুক্ত মোস্ট ওয়ান্টেড হাবিব তালুকদার (৫০) ওরফে বাঘ হাবিবকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন মধ্য সোনাতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুন্দরবন বন বিভাগের তথ্যমতে, গত ২০ বছরে কম করে হলেও ৭০টি বাঘ মারা পড়েছে তার হাতে। তার নামে নয়টি বন অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতে রয়েছে গ্রেফতারি পরোয়ানা। বাঘ হাবিবের বাবার নাম মৃত কদম আলী তালুকদার। পুলিশ বলছে, বাঘ হাবিব পলাতক ছিলেন। মাঝে-মধ্যে গোপনে বাড়িতে এসে অন্যের ঘরে ঘুমাতেন। শুক্রবার রাতে তিনি প্রতিবেশী রফিকুলের বাড়িতে স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে  রাত আড়াইটা দিকে শরণখোলার মধ্য সোনাতলা গ্রামে অভিযান চালিয়ে রফিকুলের বারান্দায় শোয়া অবস্থায় তাকে আটক করা হয়। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জনান, হাবিব তালুকদার বাঘ হাবিব নামে সুন্দরবন বিভাগের তালিকাভুক্ত অপরাধী। তার হাতে গত ২০ বছরে কম করে হলেও ৭০টি বাঘ মারা পড়েছে বলে এর আগে বন বিভাগের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তাকে বহু আগে থেকেই সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও গোপনে বনে ঢুকে বাঘসহ বন্যপ্রাণী শিকার অব্যাহত রাখেন। তার নামে একাধিক মামলা থাকার পরও এ অপরাধ কর্মকা  চালিয়ে যাচ্ছিলেন। বাঘ হাবিবের পেছনে একাধিক শক্তিশালী চক্র জড়িত রয়েছে। তার নামে নয়টি বন অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাঘ হত্যাকারী হাবিব সুন্দরবন বিভাগ ও পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ‘সুন্দরবনে বাঘ হত্যাকারী হাবিবের নামে শরণখোলা থানায় তিনটি ওয়ারেন্ট রয়েছে। তাকে দীর্ঘদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর