রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

হবিগঞ্জে ধুমধাম করে বিয়ের আয়োজন বরকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে ধুমধাম করে বিয়ের আয়োজন করার অভিযোগে বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সহকারী কমিশনার মো. আসাদুল হকের নেতৃত্বে বর শাকিল চৌধুরীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ জরিমানা করা হয়।

জানা যায়, ওই উপজেলার করাব গ্রামের চৌধুরীবাড়ির বাসিন্দা শাকিল চৌধুরীর বিয়ের আয়োজন ছিল ১ জুলাই। পাশের উপজেলার ছাতিয়াইন গ্রামে বরযাত্রী সহযোগে ধুমধাম আয়োজন করে বিয়ে করেন তিনি। পরদিন শুক্রবার নিজ বাড়িতে আত্মীয়-স্বজনদের নিয়ে আনন্দ-উল্লাস করেন। বিষয়টি জানতে পেরে তার বাড়িতে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুল হক।

তিনি জানান, ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন শাকিল চৌধুরী।             

লকডাউন সংক্রান্ত বিধিনিষেধে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার ওপর নিষেধাজ্ঞা থাকায় শাকিল চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর