মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

মাইকিং করে র‌্যাবের ওপর হামলায় চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাইকে ঘোষণার মাধ্যমে গুজব ছড়িয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. ফোরকান, আবদুল সাত্তার, মো রাকিব ও শামশেদ আলম। এ সময় ৪ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। রবিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ‘র‌্যাব সদস্যদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এ সময় মাইকে ঘোষণার মাধ্যমে গুজব ছড়িয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন। অভিযানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চুরি করে নিয়ে আসা ৪ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়।’ নুরুল আবছার আরও বলেন, রবিবার বিকালে র‌্যাবের ওপর হামলার ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাতে মোট ৬০ জনকে আসামি করা হচ্ছে। এ ছাড়া অবৈধ কাঠ উদ্ধারের ঘটনাও পৃথক মামলা করা হবে। প্রসঙ্গত, গত রবিবার বিকালে বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় অবৈধ কাঠ উদ্ধারে অভিযানকালে মাইকে ডাকাতির গুজব ছড়ায় অবৈধ কাঠ ব্যবসায়ীরা। এ সময় ৫০ থেকে ৬০ জন জড়ো হয়ে র‌্যাব ও বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এতে চার র‌্যাব সদস্য এবং বন বিভাগের দুই কর্মকর্তা গুরুতর আহত হন। তারা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর