মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা
জুস কারখানায় আগুন

জামিন পেলেন হাসেম ও তার ছেলেরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় (সেজান জুস) আগুনে ৫২ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেফতার আটজনের মধ্যে হাসেম গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমসহ তার দুই ছেলেকে জামিন দিয়েছে আদালত। গতকাল নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান এ জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন- সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম, তার ছেলে হাসিব বিন হাসেম ওরফে সজীব ও তারেক ইব্রাহীম। এর আগে ১৪ জুলাই চার দিনের রিমান্ড শেষে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে জামিনের আবেদন করা হয়। কিন্তু এ তিনজনের জামিন নামঞ্জুর হয়।

নারায়ণগঞ্জ কোর্টপুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, গতকাল সজীব গ্রুপের চেয়ারম্যান হাসেমসহ তার দুই ছেলের জামিন দিয়েছে আদালত। এর আগে আরও দুই ছেলের জামিন হয়েছিল। বাকিরা কারাগারে আছেন।

৮ জুলাই রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর