শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
কৃষি

বরগুনায় ছাদে ড্রাগন চাষ

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ছাদে ড্রাগন চাষ

বরগুনায় ছাদে ড্রাগন চাষে সফলতা পেয়েছেন এমরান। করোনায় কলেজ ছুটির অবসরে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক বিভাগের শিক্ষার্থী মো. এমরান বাড়ির ছাদে ড্রাগন ফল চাষে মনোযোগী হন। তিনি সদর উপজেলার মধ্য হেউলিবুনিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। ভবনের ছাদে ড্রাগন চাষের সাফল্য দেখে উৎসাহিত হয়ে সহপাঠী ছাড়াও বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন তার ছাদকৃষি দেখতে। ইতিমধ্যে তিন কিস্তিতে আট মাসে ৮ থেকে ১০ কেজি ড্রাগন বিক্রি করেছেন। প্রতি কেজি ৫০০ টাকা দরে।

এমরান বলেন, ‘কলেজ বন্ধ ঘোষণার একপর্যায়ে লেখাপড়ায় অলসতা এসে যায়। এক বন্ধুর বাবার ছাদকৃষিতে ড্রাগন গাছে ফল দেখে আমার মধ্যে ড্রাগন চাষে আগ্রহ সৃষ্টি হয়। ইউটিউব থেকে বেসরকারি একটি টিভি চ্যানেলে ড্রাগন চাষের ওপর প্রতিবেদন দেখে অনেক কিছু ধারণা হয়। প্রথমে কিছু চারা সংগ্রহ করে অনলাইনে বিক্রি শুরু করি। পরে নিজেই চারা তৈরি ও বিক্রি শুরু করি। ২০২০ সালের শেষের দিকে নিজেদের ভবনের ছাদে ৬০টি ড্রামে ড্রাগন চারা লাগিয়ে আজ আট-নয় মাসে সফলতা পেয়েছি। কৃষি বিভাগ থেকে বিভিন্ন বিষয়ে ধারণা পাওয়া গেছে।’ বরগুনা সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হুমাউন কবির বলেন, ‘ড্রাগন চাষে এমরানের উৎসাহ দেখে আমরা কৃষি বিভাগ থেকে তাকে পরামর্শ দিয়ে যাচ্ছি। তার দেখাদেখি এলাকার অনেকের মধ্যে ছাদকৃষির আগ্রহ বেড়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর