গাজীপুরে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল দুপুরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর পাইনশাইল এলাকায় লবন্দহ বিলে এ ঘটনা ঘটে। নিহত তিন কিশোরী হচ্ছে- সদর উপজেলার পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে সাদিয়া আক্তার রিচি (১৫), একই গ্রামের মো. মনজুর আলমের মেয়ে মোসা. মায়া খাতুন (১৪) ও হায়াত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪)। নিহত আইরিন স্থানীয় গাছপুকুরপাড়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। রিচি ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ও মায়া একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এ ছাড়া স্থানীয় সম্পা মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ও সোলাইমান হোসেনের ছোট মেয়ে রিয়া আক্তার (১০) নিখোঁজ রয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামের সোলাইমানের বাড়ির পাশে লবন্দহ বিলে গতকাল দুপুর পৌনে ১টার দিকে রিচি, তার বোন রিয়া এবং আইরিন, মায়া ও সাবিনা গোসল করতে নামে। এ সময় এক কিশোরী হঠাৎ বিলের পানিতে তলিয়ে যায়। অন্যরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। সাবিনা পাড়ে উঠতে পারলেও চারজন পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে না পেরে গাজীপুর ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তিনজনের লাশ উদ্ধার করে। কিন্তু সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রিয়া আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকি ও জয়দেবপুর থানার ওসি মো. মাহতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রকিবুল হাসান জানান, তিন কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
শিরোনাম
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
গাজীপুরে পানিতে ডুবে তিন কিশোরীর মৃত্যু, নিখোঁজ ১
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর