গাজীপুরে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল দুপুরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর পাইনশাইল এলাকায় লবন্দহ বিলে এ ঘটনা ঘটে। নিহত তিন কিশোরী হচ্ছে- সদর উপজেলার পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে সাদিয়া আক্তার রিচি (১৫), একই গ্রামের মো. মনজুর আলমের মেয়ে মোসা. মায়া খাতুন (১৪) ও হায়াত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪)। নিহত আইরিন স্থানীয় গাছপুকুরপাড়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। রিচি ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ও মায়া একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এ ছাড়া স্থানীয় সম্পা মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ও সোলাইমান হোসেনের ছোট মেয়ে রিয়া আক্তার (১০) নিখোঁজ রয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামের সোলাইমানের বাড়ির পাশে লবন্দহ বিলে গতকাল দুপুর পৌনে ১টার দিকে রিচি, তার বোন রিয়া এবং আইরিন, মায়া ও সাবিনা গোসল করতে নামে। এ সময় এক কিশোরী হঠাৎ বিলের পানিতে তলিয়ে যায়। অন্যরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। সাবিনা পাড়ে উঠতে পারলেও চারজন পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে না পেরে গাজীপুর ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তিনজনের লাশ উদ্ধার করে। কিন্তু সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রিয়া আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকি ও জয়দেবপুর থানার ওসি মো. মাহতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রকিবুল হাসান জানান, তিন কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
শিরোনাম
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
গাজীপুরে পানিতে ডুবে তিন কিশোরীর মৃত্যু, নিখোঁজ ১
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর