গাজীপুরে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল দুপুরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর পাইনশাইল এলাকায় লবন্দহ বিলে এ ঘটনা ঘটে। নিহত তিন কিশোরী হচ্ছে- সদর উপজেলার পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে সাদিয়া আক্তার রিচি (১৫), একই গ্রামের মো. মনজুর আলমের মেয়ে মোসা. মায়া খাতুন (১৪) ও হায়াত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪)। নিহত আইরিন স্থানীয় গাছপুকুরপাড়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। রিচি ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ও মায়া একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এ ছাড়া স্থানীয় সম্পা মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ও সোলাইমান হোসেনের ছোট মেয়ে রিয়া আক্তার (১০) নিখোঁজ রয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামের সোলাইমানের বাড়ির পাশে লবন্দহ বিলে গতকাল দুপুর পৌনে ১টার দিকে রিচি, তার বোন রিয়া এবং আইরিন, মায়া ও সাবিনা গোসল করতে নামে। এ সময় এক কিশোরী হঠাৎ বিলের পানিতে তলিয়ে যায়। অন্যরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। সাবিনা পাড়ে উঠতে পারলেও চারজন পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে না পেরে গাজীপুর ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তিনজনের লাশ উদ্ধার করে। কিন্তু সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রিয়া আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকি ও জয়দেবপুর থানার ওসি মো. মাহতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রকিবুল হাসান জানান, তিন কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
শিরোনাম
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
গাজীপুরে পানিতে ডুবে তিন কিশোরীর মৃত্যু, নিখোঁজ ১
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর