বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

করোনার পর সরগরম সাংস্কৃতিক অঙ্গন

সাংস্কৃতিক প্রতিবেদক

করোনার পর সরগরম সাংস্কৃতিক অঙ্গন

দীর্ঘ লকডাউন শেষে সবকিছুর মতো সাংস্কৃতিক অঙ্গনেও বইছে স্বস্তির সুবাতাস। উৎসবমুখর রাজধানীর গ্যালারিগুলো। শিল্পের পথে করোনা বাদ সাধলেও লকডাউনের পর নতুন করে সরব হয়ে উঠেছে শিল্পাঙ্গন। এর মধ্যে রাজধানীর শিল্পকলা একাডেমি চিত্রশালায় চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘শেখ হাসিনা : বিশ্বজয়ী নন্দিত নেতা’ শিরোনামে মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। এতে রয়েছে হাতে আঁকা ৪৩/৩২ ফুট দৈর্ঘ্যরে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি।

২২ ও ২৩ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমি আয়োজন করে ৭৫জন নারী শিল্পীর অংশগ্রহণে দুই দিনের আর্টক্যাম্প। আর্টক্যাম্পের সেই চিত্রকর্ম দিয়েই সাজানো হয়েছে এ প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রয়েছে। ২৮ অক্টোবর শেষ হবে মাসব্যাপী এ প্রদর্শনী। এদিকে উত্তরার গ্যালারি কায়ায় চলছে প্রতিষ্ঠানটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের ১৬ দিনের বিশেষ প্রদর্শনী। আবদুস শাকুর শাহ, আহমেদ শামসুদ্দোহা, আলপ্তগীন তুষার, আমিনুল ইসলাম, আনিসুজ্জামান, আশরাফুল হাসান, চন্দ্র ভট্টাচার্য, চন্দ্র শেখর দে, দেবদাস চক্রবর্তী, ফরিদা জামান, হামিদুজ্জামান খান, হাশেম খান, জামাল আহমেদ, কনকচাঁপা চাকমা, কাজী রাকিব, কে এম এ কাইয়ুম, মাসুদা কাজী, এম এফ হুসেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইকবাল, মুর্তজা বশীর, নগরবাসী বর্মণ, রফিকুন নবী, রণজিৎ দাস, রুহুল আমিন তারেক, সমরজিৎ রায়চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, শাহানুর মামুন, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য্য, সোহাগ পারভেজ, ওয়াকিলুর রহমানসহ বাংলাদেশ ও ভারতের ৩৩ জন শিল্পীর শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে অবস্থিত গ্যালারি কায়ার এ প্রদর্শনী। ২৩ অক্টোবর শেষ হবে প্রধানমন্ত্রীর জন্মদিনের এ বিশেষ প্রদর্শনী। অন্যদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও চট্টগ্রামের প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার ৫০ বছর উদ্যাপনে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের কলাকেন্দ্র আর্ট গ্যালারিতে চলছে ‘চর্চা.চর্যা-উদযাপন’ শিরোনামের ২৩ দিনের প্রদর্শনী। ২৩ অক্টোবর শেষ হবে এ প্রদর্শনী। শিল্পের রস আস্বাদনে প্রতিদিনই গ্যালারিগুলোয় ভিড় জমাচ্ছেন শিল্পানুরাগীরা। ব্যক্তিগত ও সপরিবারেও আসছেন অনেকে। কেউ শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন, আবার কেউ কেউ শুধু সেলফি নয় ক্যামেরার ফ্রেমে বন্দী করে শিল্পের আঙিনার সঙ্গে নিজেদের স্মৃতিবহ করে রাখার চেষ্টা করেছেন। আবার এদের মধ্যে অনেকে গভীর মনোযোগের সঙ্গে ক্যানভাসে রংতুলির ছোঁয়ার শিল্পকর্ম দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে। শিল্পের আঙিনায় শিল্পরসিক দর্শনার্থীদের পদচারণে গ্যালারিগুলোয় ফুটে উঠেছে শিল্পের সুষমা। দীর্ঘ লকডাউন শেষে গ্যালারিগুলোয় এসে মুক্তির স্বাদ পেয়ে উল্লাসে ফেটে পড়েছেন শিল্পরসিকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর