রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
সিলেটে কলেজছাত্র খুন

ছাত্রলীগ কর্মীসহ ১০ জন আসামি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে দ্বাদশ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম রাহাত খুনের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে রাহাতের চাচা শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ ১০ জনকে  আসামি করা হয়েছে। যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই ছাত্রলীগকর্মী। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার। ওসি জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আসামিদের নাম প্রকাশ করা না হলেও সূত্র নিশ্চিত করেছে, মামলায় প্রধান আসামি করা হয়েছে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানা এলাকার সিলাম পশ্চিমপাড়ার আবদুস সালামের ছেলে সামসুদ্দোহা সাদীকে (২০)। অপর দুই আসামি হলেন একই এলাকার জামাল মিয়ার ছেলে তানভীর আহমদ (১৯) ও দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত গৌছ মিয়ার ছেলে সানী।

এদের মধ্যে সাদী দক্ষিণ সুরমা কলেজের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিল। কলেজে অধ্যয়নকালীন বখাটেপনার দায়ে একবার তাকে বহিষ্কারও করা হয়। প্রসঙ্গত, আরিফুল ইসলাম রাহাত প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হন। এ সময় চাচাতো ভাই রাফি তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। যাওয়ার পথে চাচাতো ভাইকে কলেজ গেটে রেখে এক বন্ধুর সঙ্গে দেখা করতে কলেজ ক্যাম্পাসে যান রাহাত। পরে বের হওয়ার সময় দুপুর সোয়া ১২টায় কলেজের মূল গেট থেকে ২০-২৫ গজ ভিতরে সাদী ও তানভীর সিলভার রঙের একটি পালসার মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

সর্বশেষ খবর