শিরোনাম
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ট্রেন-বাস সংঘর্ষে নিহত বেড়ে ৪, দুই মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন ১ নম্বর রেলগেটে রেললাইনের ওপর যানজটে আটকে থাকা আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪-এ দাঁড়িয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ভোরে মেজবাহ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি বন্দরের ঘারমোড়া এলাকায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও ঢাকা মেডিকেলে এক শিশুর মৃত্যু ঘটে। তারা হলেন গাইবান্ধার ভট্ট রামদাস (৫২), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আবুল কালাম (৭৩) ও সদর উপজেলার ২ নম্বর বাবুরাইল ব্যাপারীপাড়ার রিফাত হোসেন (৯)। তাদের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘সকালে চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ উদ্দিন মারা যান। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ এ ছাড়া গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেলে ও মনির নামে একজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা নিয়ে রাতেই জেনারেল হাসপাতাল থেকে বাসায় চলে যান মনির। রেলওয়ের দুটি মামলা : বাস-ট্রেন সংঘর্ষে নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে কাউকে আসামি করে এখনো মামলা হয়নি। গতকাল সকালে ঢাকা রেলওয়ে থানায় মামলা দুটি করে রেলওয়ে পুলিশ। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় নিহতের ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। সংঘর্ষের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’

তদন্ত কমিটির পরিদর্শন : বাস ও ট্রেনের সংঘর্ষের পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান। তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার। সদস্য সদর ইউএনও, পুলিশের অ্যাডিশনাল এসপি ক অঞ্চল, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী প্রকৌশলী এবং রেলওয়ের স্টেশনমাস্টার। নিহতের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানান ডিসি।

সর্বশেষ খবর