এক মহিলা বিমানযাত্রী কিছুতেই মাস্ক পরতে রাজি হচ্ছিলেন না। অনেক চেষ্টা করেও তাকে মাস্ক পরানো যায়নি। তখন বাধ্য হয়ে বিমানটি মাঝ আকাশ থেকে ফিরে এসে রানওয়েতে নেমেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে আমেরিকার মায়ামিতে। সূত্র : রয়টার্স। খবরে বলা হয়, মায়ামি থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। এর যাত্রী ছিলেন আনুমানিক ৪০ বছর বয়সী এক মহিলা। তিনি বিমানে মাস্ক পরতে রাজি হননি। বার বার বলা সত্ত্বেও তিনি শেষ পর্যন্তও মাস্ক পরেননি। তখন বিমানের কর্মীরা লন্ডনগামী বিমানটিকে মায়ামিতে ফেরানোর সিদ্ধান্ত নেন। প্রায় দেড় ঘণ্টা উড়ে যাওয়ার পর বিমানটিকে ফিরিয়ে আনা হয়। মায়ামিতে নামতেই খবর দেওয়া হয় মায়ামি পুলিশকে। তারা এসে ধরে নিয়ে যায় ওই মহিলাকে।
ওই মহিলা আমেরিকান না ব্রিটিশ- সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে তাকে গ্রেফতারও করা হয়নি। কিন্তু মায়ামি ফিরে আসায় সমস্যায় পড়েন বিমানের বাকি যাত্রীরা। তাদের অধিকাংশই বুঝতে পারেননি কেন ফিরে এলো বিমান। পরবর্তী বিমান ধরার জন্য মায়ামির হোটেলে থাকতে বাধ্য হন তারা।