শিরোনাম
শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা
ট্রেনে কাটা পড়ে নিহত তিন ছাত্রী

কাঁদছে দুর্গাপুর বন্ধ বিদ্যালয়

কুমিল্লা প্রতিনিধি

কাঁদছে দুর্গাপুর বন্ধ বিদ্যালয়

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় শোকে স্তব্ধ গ্রামবাসী। এখনো কাঁদছে তাদের গ্রাম উপজেলার দুর্গাপুর। শিশুদের হারিয়ে মা-বাবাসহ স্বজনরা পাগলপ্রায়। কোনো সান্ত¡নাই থামাতে পারছে না তাদের আহাজারি। এদিকে তিন শিশু শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার খোলেনি। ঘটনার প্রতক্ষ্যদর্শী হাজী মো. সেলিম বলেন, বুধবার একই সময়ে দুই ট্রেন দুই লাইন দিয়ে পার হচ্ছিল। একটি ছিল চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস। আরেকটি ছিল ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন। তারা মূলত মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছে। তিনি বলেন, দুই দিক থেকে দুটি ট্রেন আসায় তারা হতভম্ব হয়ে যায়। তারা শুধু বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেখতে পেয়েছিল। এ জন্য তারা আরেক লাইন দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেসে কাটা পড়ে।

সর্বশেষ খবর