‘সোলজার’ নামে একটি বাংলাদেশি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বলিউড অভিনেত্রী সানি লিওনকে ঢাকায় আসার অনুমতি দেওয়ার পর তা বাতিল করেছে সরকার। গত বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্যকারণে’ করণজিৎ কর ওয়েভারের (সানি লিওন) বাংলাদেশে আগমনের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করা হয়েছে। খবর : বিডিনিউজ।
এর আগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের আবেদনের পরিপ্রেক্ষিতে সানি লিওনকে ঢাকায় আসার অনুমতি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরে তা বাতিলের কারণ জানতে মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলামকে ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
এক প্রশ্নের জবাবে সানি লিওনের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের বিষয়েও কোনো মন্তব্যও করতে চাননি প্রযোজক সেলিম খান। তিনি জানান, তিনি এখন আর সিনেমাটিই নির্মাণ করবেন না। তবে এর কোনো কারণ জানাতে চাননি তিনি।