বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন অন্য সব পত্রিকা থেকে অনেক এগিয়ে

মো. আল হারুন, সহসভাপতি, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ প্রতিদিন অন্য সব পত্রিকা থেকে অনেক এগিয়ে

চট্টগ্রামের আল হারুন এজেন্সির স্বত্বাধিকারী ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. আল হারুন বলেছেন, চট্টগ্রামে প্রচার সংখ্যায় বাংলাদেশ প্রতিদিন অন্যান্য পত্রিকা থেকে অনেক এগিয়ে রয়েছে। ৭৫ শতাংশ পাঠকই এককভাবে বাংলাদেশ প্রতিদিনের।

তিনি বলেন, আমার এজেন্টের মাধ্যমে চট্টগ্রামে বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয় ৩ হাজার ২০০ কপি। এ পত্রিকার কোনো কপি সাধারণত ফেরত আসে না। এজেন্ট থেকে হকাররা প্রথম আলো নিয়ে যায় ২ হাজার ৬০০ কপি, কালের কণ্ঠ ৩০০ কপি, আজকের পত্রিকা ২০০ কপি, নয়া দিগন্ত ৩০০ কপি, যুগান্তর ১২০ কপি, সমকাল ১০০ কপি, আমাদের সময় ১০০ কপি, দেশ রূপান্তর ৫০ কপি ও সময়ের আলো ১০ কপি। এর মধ্যে ৩০ শতাংশ পত্রিকা ফেরত আসে। তবে সামগ্রিক বিবেচনায় বাংলাদেশ প্রতিদিন অনেক ব্যবধানে শীর্ষ অবস্থানে আছে। তিনি আরও বলেন, প্রতিদিন ভোর ৪টায় পত্রিকাটি ঢাকা থেকে চট্টগ্রামে আসে। এরপর ৮টার মধ্যেই হকারদের মাঝে বিলি করা হয়। দুপুরের মধ্যে অধিকাংশ স্থানে বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয়ে যায়। ফলে বিকালে এটি আর কোনো স্টলে পাওয়া যায় না। পত্রিকাটির পাঠকপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি অনেক পরিচ্ছন্ন, ভালো খবরের সমাহার, ভালো ভালো লেখা থাকা এবং কম টাকায় বেশি খবর পাঠ করার সুবিধাসহ নানা কারণে এটি টানা এক যুগ ধরে প্রচার সংখ্যায় শীর্ষে। তবে বিশেষ আর একটি কারণ হলো, একটি নিউজ করার পরপর সেটির যেমন ধারাবাহিকতা থাকে, তেমনি নিউজের ভিতরের খবরও নিয়ে আসা হয়। এতে পাঠকের চাহিদা মেটে। অধিকাংশ পাঠকই এটি পছন্দ করেন। একই সঙ্গে চট্টগ্রামের সংবাদ আরও বেশি করে ছাপানো দরকার বলে আমরা মনে করি।

সর্বশেষ খবর