বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

হজ ফ্লাইট শুরু ৫ জুন

নিজস্ব প্রতিবেদক

৩১ মের পরিবর্তে ৫ জুন হজ ফ্লাইট শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভে’র সৌদি কারিগরি টিম সময়মতো ঢাকায় পৌঁছাতে পারবে না বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিমান মন্ত্রণালয় ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিমান কর্তৃপক্ষ বলেছেন, এ ক্ষেত্রে হয়তো একটা করে ফ্লাইট শিডিউল পিছিয়ে যাবে।

প্রতিমন্ত্রী জানান, রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী শতভাগ হজযাত্রীর সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হওয়ার সিদ্ধান্ত রয়েছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আগামী ৩১ মে প্রথম হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতিও গ্রহণ করে। তবে ২৩ মে সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধিরা জানান, রুট টু মক্কা ইনিশিয়েটিভের জন্য ৪০ জনের সৌদি টিম আগামী ২ জুনের আগে ঢাকায় পৌঁছাতে পারবে না। এ ছাড়া প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ডিভাইস/যন্ত্রপাতি এখনো ঢাকায় এসে পৌঁছেনি। এসব ডিভাইস/যন্ত্রপাতি সৌদির ওই টিমের সঙ্গে ঢাকায় আসবে। এ যন্ত্রপাতি শাহজালাল বিমানবন্দরে ইনস্টল করতে কিছু সময় লাগবে। প্রতিমন্ত্রী বলেন, ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং শিডিউল সঠিকভাবে পরিচালিত হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। হজ ক্যাম্প উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী হজ ক্যাম্পে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে উদ্বোধন ঘোষণা করবেন সম্ভবত জুনের ৩ বা ৪ তারিখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর