সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

ধর্ষণে অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত সাহাবুলকে পুলিশে সোপর্দ করেছেন বাবা আহাদ আলী। তবে পুলিশের দাবি, মোবাইল ট্র্যাকিং করে সাহাবুলের অবস্থান জেনে তার পরিবারকে চাপ দিয়ে তাকে আটক করা হয়েছে। সাহাবুল মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের আহাদ আলীর ছেলে ও পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক। মেহেরপুর সদর থানা পুলিশ গতকাল সকালে সাহাবুলকে গ্রেফতার দেখায়। সাহাবুলের বাবা ও মেহেরপুর থানা পুলিশ জানায়, সাহাবুল ইসলাম একই উপজেলার বন্দর গ্রামের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর গত ২৫ মে তাকে নিয়ে পালিয়ে যায় সে।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩-এর ৭/৩০/৯(১) ধারায় সাহাবুল, তার ছোট বোন একই গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী স্বপ্না খাতুনকে আসামি করে মেহেরপুর সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, মামলা হওয়ার পর আসামির মোবাইল ফোন ট্র্যাকিং করে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আটক সাহাবুল ইসলামকে দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে ও ভিকটিমকে আদালতে নেওয়া হয়েছে। এর আগেও এই আসামি আরেকটি মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল।

সাহাবুলের বাবা আহাদ আলী জানান, আমার ছেলে বন্দর গ্রামের আমার এক নিকটাত্মীয়ের মেয়ের সঙ্গে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর তারা মামলা করলে সদর থানা পুলিশ তাদের হাজির করার জন্য আমাদের সময় দেয় ও তাদের অবস্থান জানিয়ে দেয়। শনিবার ঢাকা থেকে তাদের দুজনকে এনে মেহেরপুর সদর থানা পুলিশের হাতে তুলে দিয়েছি।

সর্বশেষ খবর