শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ভারতীয় ভিসার ভুয়া ডকুমেন্ট তৈরি করত চক্রটি

ছিল সরকারি হাসপাতালের ডাক্তার ব্যাংক কর্মকর্তা ও নোটারি পাবলিকের অবৈধ সিল

নিজস্ব প্রতিবেদক

সরকারি হাসপাতালের ডাক্তার, ব্যাংক কর্মকর্তা ও নোটারি পাবলিকের অবৈধ সিল, প্যাড ব্যবহার করে ভারতীয় ভিসার ভুয়া ডকুমেন্ট তৈরি করত একটি চক্র। ভুয়া ট্রাভেল এজেন্সির পরিচয়ে তৈরি করত ভুয়া ভারতীয় ভিসা। প্রতারণা করে সাধারণ অসহায়, অসুস্থ, দরিদ্র রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। তবে এবার এই চক্রের অন্যতম হোতা ফরহাদ হোসেনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-১।  গতকাল রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল।

এ সময় তার কাছ থেকে ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি স্কানার, ১টি মাউস, ৩টি পাসপোর্ট, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ১২টি সিল, ২টি প্যাড, বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের ভুয়া রিপোর্ট, বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে। র‌্যাব-১ অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চক্রটি বিভিন্ন প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ ভারতে ভ্রমণেচ্ছুক ব্যক্তিদের ভুয়া মেডিকেল ডকুমেন্ট তৈরি করে চিকিৎসা ভিসা সংগ্রহ করে দিচ্ছিল। বিনিময়ে নিচ্ছিল মোটা অঙ্কের টাকা। র‌্যাব-১ অধিনায়ক আরও বলেন, বিদেশগামী ব্যক্তি ও রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে এ যাবত প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেয় মর্মে স্বীকার করেন ফরহাদ।

সর্বশেষ খবর