শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ডিএনসিসি নগর ভবনে আগুন তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আগুন লাগার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে ৭টার দিকে ডিএনসিসি ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২ ঘণ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ডিএনসিসির অষ্টম তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রোল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সকাল আনুমানিক ৭ টা ১০ এর দিকে এ ঘটনা ঘটে। ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও বলেন, সিলিংয়ের একটি অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এরপর অষ্টম তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে  ধোঁয়া বাইরে বের করে ফায়ার সার্ভিসের কর্মীরা। জানা যায়, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।  ফায়ার সার্ভিস আগুনের সঠিক উৎস খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছে। ডিএনসিসি ভবনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মাহে আলমকে। কমিটি আগুন লাগার কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

 

সর্বশেষ খবর