শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বর্জ্য থেকে মিলবে ৬ মেগাওয়াট বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের জালকুড়িতে সিটি করপোরেশনের বর্জ্য থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে চীনা কোম্পানি ইউ অ্যান্ড ডি গ্রুপ। দিনে তাদের ৬০০ টন বর্জ্য সরবরাহ করবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বর্জ্য দিতে না পারলে জরিমানা দিতে হবে। আর বর্জ্য নিতে না পারলে বিদ্যুৎ কেন্দ্র তাদের ভর্তুকি দেবে। এ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১৯ টাকা ৮৭ পয়সায় কিনে নেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গতকাল রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান। মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আগামী এক মাসের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে। গাজীপুরেও সব প্রক্রিয়া শেষ। ঢাকা দক্ষিণেও শিগগিরই শুরু হবে। চট্টগ্রামে প্রক্রিয়াধীন আছে। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ধীরে ধীরে দেশের সব কটি সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। জ্বালানি তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে। মূল্য সমন্বয়, লোডশেডিংয়ের মধ্য দিয়ে আমরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি। এক থেকে দুই মাসের মধ্যে আমরা ভালো অবস্থানে যাব। মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জ শহরটি পরিচ্ছন্ন রাখতেই মূলত বিদ্যুৎ কেন্দ্রটি করা হচ্ছে। এর পাশাপাশি এখান থেকে নগরে বিদ্যুৎ পাওয়া যাবে।

সর্বশেষ খবর