শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
শিক্ষকের বেত্রাঘাত

বিষপান করে থানায় নালিশ শিক্ষার্থীর পরে মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

ড্রেসকোড অমান্য করায় বেত্রাঘাত ও তিরস্কার করেন শিক্ষক। অপমান সইতে না পেরে বিষ পান করে থানায় গিয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থী। এর পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত প্রভা (১৩) নরসিংদীর শিবপুরের বাঘাবো জয়মঙ্গল গ্রামের প্রবাসী ভুট্টো মিয়ার মেয়ে। স্কুল ও থানা সূত্রে জানা যায়, নিহত প্রভা শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো গতকালও তিনি স্কুলে আসেন। নিয়ম অনুযায়ী সাদা সেলোয়ার-কামিজ পরেন। তবে সাদার স্থলে গ্রে কালারের পায়জামা পরেন। বিকাল পৌনে ৪টার দিকে ক্লাস নিচ্ছিলেন শিক্ষিকা নার্গিস সুলতানা কণিকা। বিষয়টি তার নজরে পড়লে তিনি প্রভাকে তিরস্কার ও কয়েকটি বেত্রাঘাত করেন। এরপর ক্ষোভে ও অভিমানে স্কুল থেকে বের হয়ে  ইঁদুর   মারার ট্যাবলেট খান প্রভা। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি শিবপুর থানায় যান। থানায় কর্মরত ডিউটি অফিসারের কাছে স্কুলশিক্ষিকা নার্গিস সুলতানা কণিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রভা তার অভিযোগে উল্লেখ করেন, ওই শিক্ষিকা সব সময় কারণে-অকারণে তাকে তিরস্কার করেন। শিক্ষার্থীদের সামনে অপমান করেন। তাই তিনি বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তার মৃত্যুর জন্য শিক্ষিকা দায়ী। এর পরপরই প্রভা অসুস্থ হয়ে পড়েন। থানা পুলিশ দ্রুত স্কুলের প্রধান শিক্ষককে খবর দেন। প্রভাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে নরসিংদী সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্কুলশিক্ষিকা গাঢাকা দিয়েছেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহাম্মেদ বলেন, বিকালে এক শিক্ষার্থী থানায় আসেন। সে স্কুলের শিক্ষিকা কণিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

সর্বশেষ খবর