রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সারাদেশে খুনোখুনি

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধে খুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। জহুরুল বগুড়ার শাজাহানপুর উপজেলার চককানপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। খুনের ঘটনায় ১০ জনের নামে মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জহুরুল অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দেওয়ার কাজ করতেন। গত শুক্রবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্স ভাড়া ঠিক করা নিয়ে জহুরুলের সঙ্গে অন্যদের বিরোধ হয়। প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে একটি অ্যাম্বুলেন্সের লাইট ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে জহুরুলের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ বেড়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে জহুরুল হাসপাতাল থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে পিছনে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ওই অবস্থায় জহুরুল বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাজাহানপুর থানার ওসি জানান, তুচ্ছ ঘটনায় হত্যাকাণ্ড ঘটেছে।

ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে আভিযান চলছে।

সর্বশেষ খবর