বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মঞ্চে ত্রপা সুইটি

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চে ত্রপা সুইটি

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটক পোহালে শর্বরী। থিয়েটারের ৪৭তম প্রযোজনার নাটক এটি। সুরেন্দ্র বর্মা রচিত হিন্দি ভাষার এ নাটকটির অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনায় ছিলেন রামেন্দু মজুমদার এবং সংযুক্ত নির্দেশক ত্রপা মজুমদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি, আপন আহসান, তানজুম আরা পল্লী, নূরে খোদা মাশুক সিদ্দিক, শেকানুল ইসলাম শাহী, ত্রপা মজুমদার, সামিয়া মহসীন, নাজমুন নাহার নাজু, রবিন বসাক, রাশেদুর রহমান, জোয়ারদার সাইফ, মুশফিকুর রহমান, তানভীর হোসেন সামদানী প্রমুখ। অন্যদিকে, একই সময় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় বাতিঘর প্রযোজিত নাটক ‘মাংকি ট্রায়াল’।

সারা দেশের বেসরকারি গ্রন্থাগারের উদ্যোগে অভিন্ন বই পাঠ কার্যক্রমের উদ্বোধন : বেসরকারি গ্রন্থাগারের উদ্যোগে বই পড়া আন্দোলন ছড়িয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে অভিন্ন বই পাঠ কার্যক্রমের উদ্বোধন হয়েছে রাজধানীর দনিয়ায়। কবি মিনার মনসুরের তিনটি বই নিয়ে সারা দেশের ৫০টি বেসরকারি গ্রন্থাগার এই বই পড়া কার্যক্রমে অংশ নেয়। গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সভাপতিত্ব করেন বেসরকারি পাঠাগারসমূহের সমন্বয়ক ও দনিয়া পাঠাগারের সভাপতি শাহনেওয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর এবং সাংবাদিক, গ্রন্থাগার ও গবেষক কাজি আলিম উজ জামান। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর